বাংলাদেশের প্রথম টেস্টের পিচ কেমন হবে?

টি-টোয়েন্টি সিরিজ শেষ, এবার সামনে টেস্ট সিরিজ। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টেস্ট। কয়েকদিন ধরেই ইন্দোরের আকাশ মেঘে ঢাকা। তাই পিচ তৈরিতেও কিছুটা সমস্যা হচ্ছে। ইন্দোরের ২২ গজ কেমন হবে, তা নিয়ে এখন যত আলোচনা।
কিছুদিন আগে নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে ভারত। দলটির কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, পিচ নিয়ে তাঁর দল ভাবছে না। যেকোনো পিচই হোক না কেন, ২০ উইকেট তুলতে হবে এই লক্ষ্য নিয়ে মাঠে নামবে তাঁদের বোলাররা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার স্পিন জুটিকে টক্কর দিয়েছিলেন মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবদের পেস আক্রমণ। তাই বাংলাদেশের বিরুদ্ধেও পেস আক্রমণকেই হাতিয়ার করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
প্রথম টেস্টের আগে আশার বাণী শোনালেন ইন্দোরের পিচ কিউরেটর সামান্দর সিং চৌহান, ‘পিচ ভালোই। স্পোর্টিং উইকেট হবে। সবাই সুবিধে পাবে। পাঁচ দিন ধরেই পিচ ভালো থাকবে।’

অবশ্য কয়েকদিন ধরেই ইন্দোরের আকাশ মেঘে ঢাকা রয়েছে। তাই গত কয়েকদিন পিচ প্রায় ঢাকাই ছিল। এমন কি পিচে পানিও কম দেওয়া হয়েছে। তবে টেস্টের সময় আকাশ পরিষ্কার থাকবে বলেই স্থানীয় আবহাওয়া অফিস থেকে পূর্বাভাস পাওয়া গেছে।
তাই পিচের চরিত্র কেমন হবে, তা নিয়ে একটু হলেও ধোঁয়াশা থাকছেই। তবে স্পিনারদের তুলনায় পেসাররা বাড়তি সুবিধে আদায় করে নিতে পারবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। যদিও ভারতীয় দল থেকে এখনো কোনো নির্দেশনা নাকি যায়নি পিচ কিউরেটর সামান্দর সিং চৌহানের কাছে।
গত রোববার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে ৩০ রানে হেরেছে বাংলাদেশ। ভারতের করা ১৭৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৪৪ রানে। বাংলাদেশি তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ৮১ রানের চমৎকার একটি ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি। অন্যরা ছিলেন আসা-যাওয়ায়।
সেই হারে সিরিজও হেরেছে বাংলাদেশ, ২-১ ব্যবধানে। অবশ্য সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সাত উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। শেষ দুই মাচে হেরে সিরিজ হাতছাড়া করে লাল-সবুজের দল।