বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পূর্ণ শক্তির দল
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ফিটনেস সমস্যার কারণে ১৬ সদস্যের দলে জায়গা হয়নি এনরিচ নর্টি ও সিসান্দা মাগালার।
আগামী ১৮ থেকে ২৩ মার্চ অনুষ্ঠেয় সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর তিন দিন আগে শেষ হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ। ওয়ানডে সিরিজে খেললে দক্ষিণ আফ্রিকার কিছু খেলোয়াড় শুরুর দিকের আইপিএল মিস করবেন।
ওয়ানডে শেষে ৩০ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইনজুরির কারনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই নর্টি। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ মিস করেছিলেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলের নেতৃত্ব দিবেন তেম্বা বাভুমা।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরিনি।