বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দায় সাংবাদিকদের!

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে ভালো হলো না মুশফিক-মুমিনুলদের শুরুটা, মাত্র ১৫০ রানেই প্রথম ইনিংস গুটিয়ে যায়। ব্যাটসম্যানদের এই ব্যর্থতার দায় সাংবাদিকদেরও কম নয় বলে মানে করেন বাংলাদেশ অধিনায়ক।
আজ বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে সংবাদিকদের মুমিনুল, ‘যদি বলি আপনাদের কাছে তা হাস্যকর মনে হবে। আমরা যখন কোনো সিরিজ খেলতে নামি আপনাদের একটা বড় ভূমিকা থাকে। কথাটা হয়তো আমার বিপক্ষে যেতে পারে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ, এমনভাবে সব প্রশ্ন করেন, যেমন ধরুন রশিদ খান আছে, সেটা বারবার মনে করিয়ে দিতে থাকেন। আপনি যতই সেটা চিন্তা না করতে চান, আপনাকে তা ভাবিয়ে তুলবেই।’
বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘হ্যাঁ, আমাকে যে প্রশ্ন করেন সেটির উত্তর আমাকেই দিতে হবে। কিন্তু মাঝেমধ্যে একই প্রশ্ন করলে কী হয়, দেখা গেল আগে কখনো যেটা ভাবিনি—তা মাথায় ঢুকে যায়। একবার ঢুকে গেলে হয়তো মাথায় সেটাই খেলতে থাকে। তবে এখানে আমাদের সবার মানসিকভাবে আরো শক্ত হতে হবে।’
ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় নিজের নিজের কাঁধে মুমিনুল বলেন, ‘আমরা কম রানে অলআউট হওয়াতে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে, সিদ্ধান্তটা বাজে ছিল। আর এটাকে আমি নিজের ভুল মনে করছি। আমার মনে হয়, পরে আমরা ভালো অ্যাটাক করে গেছি। আমি আর মুশফিক ভাই খুব ভালো অ্যাটাক করেছি। তবে আমি যদি ওই সময়ে আউট না হতাম, হয়তো একটু বড় ইনিংস খেলতে পারতাম। ভালো একটা সংগ্রহ হতো শেষে। আমার একটা ট্যাকটিক্যাল ভুল ছিল, যে কারণে আউট হয়ে গেছি।’