বাংলাদেশের হতাশার একদিন

নতুন অধিনায়ক মুমিনুল হকের হাত ধরে আজ বৃহস্পতিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পা রাখে বাংলাদেশ। কিন্তু ঐতিহাসিক এই টেস্টে প্রতিপক্ষ ভারতের সামনে দাঁড়াতেই পারল না লাল-সবুজের দল। অশ্বিন-শামিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় বাংলাদেশ প্রথম ইনিংস ১৫০ রানে গুটিয়ে নেয়।
বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেটে ৮৬ রানে দিন শেষ করে ভারত। দিন শেষে উইকেটে ছিলেন মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পূজারা। ৬৪ রানে পিছিয়ে থেকে আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিন শুরু করবে স্বাগতিকরা। ব্যাটে-বলের বাজে পারফরম্যান্সে ইন্দোরে হতাশার প্রথম দিন পার করল বাংলাদেশ।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে সাবধানে শুরু করেন দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। কিন্তু উইকেটে থিতু হতে পারেননি কেউই। ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। ১৮ বলে মাত্র ছয় রান করেন তিনি। পরের ওভারে ইশান্ত শর্মা সাজঘরের পথ দেখান সাদমানকে। ২৪ বল খেলে তিনিও করেন ছয় রান। অল্প কিছুক্ষণের মধ্যে মোহাম্মদ মিঠুন (১৩) সাজঘরে ফিরলে বিপদে পড়ে যায় বাংলাদেশ।
দ্রুত তিন উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক মুমিনুল। চতুর্থ উইকেটে মুশফিককে নিয়ে লড়াই করে ভালোভাবেই প্রথম সেশন পার করেন তিনি। কিন্তু দ্বিতীয় সেশনে আর টিকে থাকতে পারেননি। দুইবার অশ্বিনের বলে জীবন পাওয়ার পর অবশেষে সেই অশ্বিনের বলেই সাজঘরে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। ৩৭ রানে মুমিনুলকে বোল্ড করেন অশ্বিন। এরপর একে একে ফিরে গেলেন মুশফিক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
ব্যাটসম্যানদের আশা-যাওয়ার মিছিলে বেশিক্ষণ টিকলো না বাংলাদেশের ইনিংস। ৫৮.৩ ওভার ব্যাট করে ১৫০ রানে থেমে যায় সফরকারীদের ইনিংস। দলের হয়ে দায়িত্বশীল ব্যাটিং করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৩৭ রান করেন অধিনায়ক মুমিনুল হক।
ভারতের পক্ষে বল হাতে তিনটি উইকেট নেন মোহাম্মদ শামি। সমান দুটি করে উইকেট নেন অশ্বিন, উমেশ যাদেব ও ইশান্ত শর্মা।
দিনের শেষ দিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মাকে হারায় ভারত। আবু জায়েদ চৌধুরীর বলে ক্যাচ তুলে দিয়ে ছয় রানে সাজঘরে ফিরে যান স্বাগতিক ওপেনার। অবশ্য রোহিত ফিরলেও খুব একটা সমস্যা হয়নি ভারতের। শেষ বিকেলেই বাংলাদেশের মামুলি সংগ্রহের কাছাকাছি পৌঁছে যায় তারা। শেষ পর্যন্ত ৮৬ রানে দিন শেষ করে ভারত। উইকেটে ৩৭ রানে অপরাজিত আছেন মায়াঙ্ক। তাঁর সঙ্গে ৪৩ রানে ব্যাট করছেন পূজারা। আগামীকাল বাংলাদেশের সংগ্রহ এড়িয়ে লিডের পথে হাঁটবে বিরাট কোহলির দল।
চলতি বছর ১ আগস্ট অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে টেস্ট র্যাংকিংয়ের সেরা ৯টি দল। আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রবেশ করেছে বাংলাদেশও।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নয় দলের মধ্যে সাতটি দলেরই টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা হয়েছে। অপেক্ষায় শুধু বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের সে অপেক্ষা শেষ হয়েছে আজ। প্রতিপক্ষ ভারতের তুলনায় টেস্ট ক্রিকেটের এই নতুন ধারায় একেবারেই নবীন বাংলাদেশ। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে ভারত। আর পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও কোহলিদের দখলে। তাতে নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ।