বাংলাদেশে সাফল্যে আশাবাদী অস্ট্রেলিয়া
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অবশ্য সেই সফরটি তাদের খুব একটা সুখকর ছিল না। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যববধানে হেরেছে অস্ট্রেলিয়া। অবশ্য বাংলাদেশের বিপক্ষে সিরিজে সাফল্যে আশাবাদী অস্ট্রেলীয় অধিনায়ক ম্যাথু ওয়েড।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওয়েড বলেন, ‘অবশ্যই আমরা এই সিরিজ জিততে চাই। প্রতিটি ম্যাচই আমরা সবসময় জিততে চাই। তবে এটা একটা সুযোগ সবাইকে দেখার যে বিভিন্ন ভূমিকায় তারা কেমন করছে, যাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় বোঝা যায় কোন ভূমিকায় কে কেমন করছে। সেই সুযোগটি নিতে সবাই রোমাঞ্চিত। নানা জায়গায় নিজেদের তুলে ধরতে মুখিয়ে থাকবে অনেকেই।’
অস্ট্রেলীয় অধিনায়ক আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে প্রত্যাশিত ফল আমরা পাইনি। তবে কিছু কিছু ব্যাপার আমরা পেয়েছি, যা দেখতে চেয়েছিলাম। মার্শ, টার্নারদের কাছ থেকে যা চেয়েছি, পেয়েছি। আরও কয়েকজন আছে, তারা দেখিয়েছে যে এই পর্যায়ে তাদের সামর্থ্য আছে।’
চোটের কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই তিনি দেশে ফিরে যান। সেই সিরিজে অ্যালেক্স কেয়ারি প্রশংসা কুড়ালেও আসন্ন সিরিজে ম্যাথু ওয়েডকে অধিনায়ক হিসেবে বেছে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন ওয়েড। সিডনিতে সেদিন ব্যাট হাতে ৩২ বলে ৫৮ রানের ইনিংসও খেলেছিলেন এই বাঁহাতি। তবে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া।
ওয়েড অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ভিক্টোরিয়া, তাসমানিয়াকে নেতৃত্ব দিয়েছেন। বিগ ব্যাশে অধিনায়কত্ব করেছেন হোবার্ট হারিকেনসের।
এদিকে চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই রাইলি মেরিডিথ। তাঁর বদলে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে জায়গা পান তরুণ পেসার নাথান এলিস।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ৪ আগস্ট। পরের তিন ম্যাচ হবে যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট।