বাংলাদেশ দলকে সাকিবের অভিনন্দন

ভারতের মাটিতে দারুণ জয়ের দিনে দলের সঙ্গে নেই সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার নিষিদ্ধ। জুয়াড়িদের প্রস্তাব গোপন করার অপরাধে নিষিদ্ধ হয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সফরে দলের সঙ্গে না থাকলেও সতীর্থদের হৃদয়ে ঠিকই আছেন তিনি।
দলের দারুণ জয়ে উচ্ছ্বসিত সাকিবও। সতীর্থদের অভিনন্দন জানাতে ভোলেননি তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতীর্থদের অভিনন্দন জানিয়ে সাকিব লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।’
এদিকে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক সৌম্য সরকার এই জয়টি উৎসর্গ করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে।
ম্যাচ শেষে সৌম্য বলেন, ‘সাকিব ও তামিম আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড়। দলে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এ জয় তাদের উদ্দেশে উৎসর্গ করছি।’
আর দলের জয় সম্পর্কে তিনি বলেন, ‘আমরা জানতাম ধৈর্য ধরলে সাফল্য পাওয়া সম্ভব, তাই সবাই শান্ত ছিলাম।’
ব্যাটিং ও বোলিং দুই বিভাগের দারুণ দৃঢ়তায় টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতকে সাত উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ।
এর আগে এই সংস্করণে গত আটবারের দেখায় ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। এই জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ।