বাংলাদেশ দল অপরিবর্তিত, অস্ট্রেলিয়া একাদশে তিন পরিবর্তন
হারলেই সিরিজ হাতছাড়া হবে—এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অসি একাদশে অভিষেক হয়েছে নাথান এলিস। এ ছাড়াও একাদশে এসেছেন বেন ম্যাকডারমট ও ডেন ক্রিস্টিয়ান।
এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন দুই পেসার মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই এবং ওপেনার জশ ফিলিপে। অন্যদিকে এই ম্যাচেও একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। গত দুই ম্যাচের জয়ী দল নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়নি। এক ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে ম্যাচ শুরু হয়েছে ৭টা ১৫ মিনিটে। টস গড়িয়েছে ৭টায়। টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই সিরিজে এই প্রথম টসে জিতেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই টস জিতেছিল অস্ট্রেলিয়া।
আজ বৃষ্টির কারণে কোনো কার্টেল ওভার হয়নি, পুরো ২০ ওভারের ম্যাচই মাঠে গড়াচ্ছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাচ্ছে র্যাবিটহোলস্পোর্টসে।
সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ শুক্রবার অস্ট্রেলিয়াকে হারালেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের। অবশ্য হারলেও সমস্যা নেই। সিরিজ জয়ের জন্য আরও দুটি ম্যাচে সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে, সে দুটি ম্যাচের দিকে না তাকিয়ে বাংলাদেশের লক্ষ্য আজই সিরিজ নিশ্চিত করা।
অস্ট্রেলিয়া একাদশ : বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেয়ারি, মিচেল মার্শ, মোইজেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, অ্যাডাম জ্যাম্পা, ন্যাথান এলিস ও জশ হেইজেলউড।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।