বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ
বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। সফরের আগমুহূর্তে দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে হারিয়েছে সফরকারীরা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছে অস্ট্রেলিয়া। কিন্তু, ওই সিরিজ শেষ না করেই ডান হাঁটুর চোটে নিয়ে দেশে ফিরতে হচ্ছে অসি অধিনায়ককে। একই সঙ্গে বাংলাদেশ সফরও শেষ হয়ে গেছে তাঁর।
চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুর দিকে হাঁটুর চোটে পড়েন ফিঞ্চ। তবুও সিরিজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত সম্ভব হলো না। চোট বেড়ে যাওয়ায় আজ রোববার বারবাডোজ থেকে দেশের পথে উড়াল দেবেন ফিঞ্চ। দেশে ফিরে তাঁর ডান হাঁটুতে অস্ত্রোপচারও লাগতে পারে। যদি তাই হয়, তাহলে শঙ্কা দেখে দেবে বিশ্বকাপে খেলা নিয়েও।
তবে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আশাবাদী—বিশ্বকাপের আগে ঠিক হয়ে উঠবেন এই তারকা ক্রিকেটার। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সরাসরি বাংলাদেশে আসবে অসিরা। এর জন্য এরই মধ্যে দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে, বাংলাদেশ সফরটি হবে সংক্ষিপ্ত। মাত্র সাত দিনের মধ্যে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে নিজ দেশে ফিরবেন অস্ট্রেলীয় ক্রিকেটারেরা। সিরিজের সবকটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
সবগুলো ম্যাচই দিন-রাতের। তবে, ম্যাচ শুরুর সময় এখনও চূড়ান্ত হয়নি। মহামারিকালের অন্যান্য সিরিজের মতো এই সিরিজও হবে জৈব-সুরক্ষা বলয়ে।
বাংলাদেশ সফরে আসতে অনেকগুলো শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া। যা মানার চেষ্টা করছে বিসিবি। এর মধ্যে প্রধান শর্ত ছিল এক ভেন্যুতে সব ম্যাচ আয়োজনের। তাই, সবগুলো ম্যাচই হতে যাচ্ছে মিরপুরে শেরেবাংলায়।
এ ছাড়া বাংলাদেশে পা রেখে বিমানবন্দরে ইমিগ্রেশনের ঝামেলায় পড়তে চান না অসি ক্রিকেটারেরা। করোনা মহামারিতে বিমানবন্দরের গণরুমে ইমিগ্রেশনের কাজ করতে চান না তাঁরা। তাই সেজন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
পুরো হোটেল আইসোলেশন করে থাকার আর্জি ছিল অস্ট্রেলিয়ার। সেটাও মানা হচ্ছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জৈব-সুরক্ষা বলয়ে থাকবেন তাঁরা। সুতরাং যতদিন ক্রিকেটারেরা থাকবেন, ততদিন হোটেলের রেস্টুরেন্ট, সুইমিংপুল সাধারণ অতিথিরা ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া ভেন্যু এবং আসা-যাওয়ার পথেও থাকবে কড়া নিরাপত্তা।
অস্ট্রেলিয়া দল : অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।