বাফুফেকে আর্থিকভাবে সাপোর্ট দেবে বসুন্ধরা গ্রুপ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/30/c4thka5g.jpg)
আর্থিক সংকট মেটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশে থাকার ঘোষণা দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। সাফে অংশ নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রত্যেক সদস্য ও কোচিং স্টাফকে এক লক্ষ্য টাকা করে দিয়েছে বসুন্ধরা। সেই সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ফুটবলের পাশে থাকার ঘোষণা দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
সায়েম সোবহান আনভীর বক্তব্যের শুরুতেই সাফ অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অভিনন্দন জানান।
এ সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমি বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশে দাঁড়াব।’
এরপর সায়েম সোবহান বলেন, ‘আমাদের দেশের জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু্র কন্যা। প্রধানমন্ত্রীর উৎসাহ না পেলে আমরা খেলাধুলায় আসতাম না। প্রধানমন্ত্রী একদিন ডেকে বললেন, তোমরা স্পোর্টসে আসো। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে আমরা একটার পর একটা টিমে এসেছি। আমি শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান, আমার ছোট ভাই সাফওয়ান সোবহান শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রেসিডেন্ট। আমাদের বসুন্ধরা কিংস আছে। রংপুর রাইডার্স আছে। বিভিন্ন স্পোর্টস কার্যক্রম রয়েছে আমাদের। তরুণদের বিনোদনের একমাত্র উপায় হচ্ছে স্পোর্টস। আপনারা দোয়া করবেন বসুন্ধরা গ্রুপ যেন সব সময় স্পোর্টসের সঙ্গে থাকতে পারে। প্রধানমন্ত্রীকে আমাদের আরও বেশি উৎসাহ দিলে আমরা বাংলাদেশের স্পোর্টসকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে পারব আশাকরি।’
এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বসুন্ধরা গ্রুপের এমডি বলেন, ‘আমার শুনে খুব দুঃখ লাগল, আপনাদের (বাফুফে) ৩০ হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে হয়। এখন লাখ টাকা দিয়েও টিম পরিচালনা করা যায় না। টিম চালানোর জন্য এখন কোটি কোটি টাকা দরকার। টাকার অভাবে ফুটবল টিম চালাতে পারে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটা খুবই কষ্টের। তাই বসুন্ধরা গ্রুপ বাফুফের পাশে থাকতে চায়।’