বাফুফের হেড অব মিডিয়া অমিত আর নেই
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত আর নেই। আজ বুধবার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে খবর, অমিত ভারতে কিডনি জটিলতার চিকিৎসা করাতে গেলেও মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মারা যান।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সাংবাদিকদের বলেন, ‘অমিত ভাইয়ের বড় ভাই স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। এই খবর পাওয়ার পর থেকেই তিনি ভেঙে পড়েন। আজ তার নিয়মিত চেকআপ ছিল। কিন্তু কয়েকবার স্ট্রোকের পর তাকে আর বাঁচানো যায়নি।’
অমিত গত এক দশক ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগে কর্মরত থাকলেও তিনি একজন ক্রীড়া সংগঠক। বাংলাদেশ বয়েজ ক্লাবের কর্মকর্তা। তিনি টেবিল টেনিস ফেডারেশনেরও কর্মকর্তা।
অমিতের মৃত্যুতে বাফুফে শোক প্রকাশ করেছে। এদিকে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সভাপতি নাসিমুল হাসান দোদুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম ও যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।