বিপিএলে ঢাকায় তামিম, খুলনায় মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর—‘বঙ্গবন্ধু বিপিএল’ মাঠে গড়াচ্ছে আর কদিন বাদেই। আজ রোববার আসরের প্লেয়ার্স ড্রাফটে ঠিক হয়েছে কোন দলে, কারা খেলবেন।
আসন্ন বিপিএলে মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স। ওপেনার তামিম ইকবালকে দলে নেয় ঢাকা প্লাটুন। এ ছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলবেন মাহমুদউল্লাহ আর সৌম্য সরকারকে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স, মুস্তাফিজুর রহমানকে নিয়েছে রংপুর রেঞ্জার্স, সিলেট দলে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে, ডানহাতি ব্যাটসম্যান লিটন দাসকে নিয়েছে রাজশাহী।
রাজধানীর একটি হোটেলে আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এর উদ্বোধন করেন। এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএলের সব দলের সঙ্গে যুক্ত হয়েছেন একজন করে বিসিবি পরিচালক। ঢাকা প্লাটুনের সঙ্গে যুক্ত হয়েছেন গাজী গোলাম মুর্তজা, চট্টগ্রাম দলের সঙ্গে থাকবেন জালাল ইউনুস, রাজশাহীতে এনায়েত হোসেন সিরাজ, খুলনা টাইগার্সের সঙ্গে থাকবেন খালেদ মাহমুদ সুজন, কুমিল্লায় নাঈমুর রহমান দুর্জয়, রংপুরে আকরাম খান ও সিলেটের সঙ্গে থাকছেন তানজিল চৌধুরী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হচ্ছে এবারের বিপিএল। দেশের ১৮১ ক্রিকেটার রয়েছেন বিপিএলের এবারের ড্রাফটে। এর মধ্যে শীর্ষ ক্যাটাগরি ‘এ প্লাসে’ স্থান পেয়েছেন মাত্র চারজন ক্রিকেটার। তাঁরা হলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।