বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় বিশেষ ক্যাম্প করবে বাংলাদেশ
ক্রিকেটে এ বছর খুব ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। গত কিছুদিন ধরে ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ নিয়ে। এই সিরিজ শেষে এবার বাংলাদেশ উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। এরপর আবার ঘরের মাঠে সিরিজ খেলার ব্যস্ততা। সবমিলিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ নিয়ে দেশের মাটিতে আলাদা কোনো ক্যাম্প করা কঠিন হয়ে পড়বে।
এ জন্য ভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে স্বাগতিক দেশে বিশেষ ক্যাম্পের কথা ভাবছে বিসিবি। বিশ্বকাপ শুরুর আগে অ্যাডিলেট কিংবা পার্থে একটি ক্যাম্পের আয়োজন করবে ক্রিকেট বোর্ড।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির এই পরিচালক বলেন, ‘বিশ্বকাপের আগে অ্যাডিলেড অথবা পার্থে দুই সপ্তাহের ট্রেনিং আয়োজনের চেষ্টা করছি। ওখানে প্রাক-বিশ্বকাপ ক্যাম্প হবে। আশা করছি, কার্যকরী একটা ক্যাম্প হবে।’
অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৩ নভেম্বর।
এদিকে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকাতে উড়াল দেবে বাংলাদেশ দল। সেখানে গিয়েও একটি ক্যাম্প করবে বাংলাদেশ দল। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘দক্ষিণ আফ্রিকাতে গিয়ে গ্যারি কারস্টেনের একাডেমিতে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। আমি মনে করি, এটা খুব কাজে দিবে। খেলা কেমন হবে সেটা মাঠেই দেখা যাবে। তবে ভালো প্রস্তুতির চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে সেরাটা দেওয়ার। ফল যাই আসুক অন্তত লড়াই করার চেষ্টা থাকবে।’
বিসিবির এই কর্মকর্তা আরো বলেন, ‘টেস্টে যারা খেলবেন তারাও কিন্তু এতদিন অবসর ছিল না, তাদের আমরা ব্যস্ত রেখেছিলাম। বগুড়ায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। সেদিক দিয়ে প্রস্তুতি খুব ভালো। দক্ষিণ আফ্রিকায় দল দুই ভাগ হয়ে যাবে। দোহা থেকে টেস্ট ক্রিকেটাররা কেপটাউন চলে যাবে।’