বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশের যুবাদের
বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, লক্ষ্যও খুব একটা বড় নয়। জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চাই ২২ ওভারে ১৩০ রান। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের দারুণ জয়ে যুব বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম ইনিংসের ২৯ ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে বেশ দপটের সঙ্গে জিতেই মাঠ ছাড়ে বাংলাদেশ যুব দল।
তানজিদ হাসান ও পারভেজ হোসেনের দারুণ দুটি ইনিংসের ওপর ভর করেই এই সহজ জয় পায় তারা। আজ শনিবার অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। সাফল্য পেতে খুব একটা সময় লাগেনি। পঞ্চম ওভারে ওপেনার ওয়েসলি মাদভেরেকে ফিরে দেয়া তারা।
সে ধারাবাহিকতায় ১৩৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। আর ২৮.১ ওভারের পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। এরপর আর ব্যাট করতে পারেনি জিম্বাবুয়ে। তাই বৃষ্টি আইনে ২২ ওভারে ১৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
জবাব দিতে নেমেন বাংলাদেশ দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। ১৩ বল মোকাবিলা করে ৪১ রান যোগ করেন তারা। তিনটি করে চার ও ছক্কায় ১০ বলে ৩২ রান করে আউট হন তানজিদ।
এরপর দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে সহজ জয় এনে দেন ইমন ও মাহমুদুল হাসান জয়। এরমধ্যে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে অপরাজিত ৫৮ রান করেন ইমন । জয়ের ব্যাট থেকে আসে ২৬ বলে অপরাজিত ৩৮ রান। তাঁর ইনিংসে ৫টি চারের মার।
একই ভেন্যুতে আগামী ২১ জানুয়ারি গ্রপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল : ২৮.১ ওভারে ১৩৭/৬ (মাদভেরে ১৮, বাওয়া ২৭, শাম্বা ২৮, মায়ার্স ১, মারুমানি ৩১, ওল্ডনো ১, সাডেনডর্ফ ২২*, টাগওয়েটে ২*; তানজিম ৬-০-৪১-১, শরিফুল ৫-১-২৫-১, মৃত্যুঞ্জয় ৪.১-২৮-১, শামীম ৮-০-২৩-১, রকিবুল ৫-০-১৯-১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : (লক্ষ্য ২২ ওভারে ১৩০) ১১.২ ওভারে ১৩২/১ (তানজিদ ৩২, পারভেজ ৫৮*, মাহমুদুল ৩৮*; মায়ার্স ২.৩-০-২৬-১, গ্র্যান্ট ২-০-৪৯-০, মাদভেরে ৪-০-২৬-০, সাখুমুজি ২.৫-০-৩১-০)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নয় উইকেটে জয়ী।