বৃষ্টি থেমেছে, টসের অপেক্ষা
বৃষ্টির কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে টস হতে বিলম্ব হচ্ছিল। শেষ পর্যন্ত বৃষ্টি থেমেছে, শেরেবাংলার উইকেট থেকে কাভার সরানো হচ্ছে, মাঠ প্রস্তুতের কাজ চলছে। এখন টসের অপেক্ষা। টস সন্ধ্যা ৭টায়, খেলা শুরু হবে সোয়া ৭টায়।
প্রথম দুই ম্যাচে জিতে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আজ শুক্রবার বাংলাদেশের লক্ষ্য দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের আশায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা ধরেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাতে শঙ্কা তৈরি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি নিয়ে।
দুপুরের পর থেকেই আকাশ মেঘলা। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা মাঠে চলে এলেও ওয়ার্মআপ করতে পারেননি। অস্ট্রেলিয়া দল তো ড্রেসিং রুম থেকে এখনো বের হননি। ঢেকে রাখা হয়েছে শেরেবাংলার উইকেট। বিকেল ৫টা নাগাদ জোরে বৃষ্টি শুরু হয়। দুলের সময় কাটছে ড্রেসিং রুমে।
আবহাওয়া পূর্বাভাসেও বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা আছে। তাই ম্যাচ নির্ধারিত সময়ে মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজকের ম্যাচটিও শুরু হওয়ার কথা বরাবরের মতো সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাচ্ছে র্যাবিটহোলস্পোর্টসে।
বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে ২-০ তে। গত মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৩২ রান তাড়া করতেই নাস্তানাবুদ হয় অস্ট্রেলিয়া। ১৯ রানে চার উইকেট নিয়ে ম্যাচেসেরা হন নাসুম আহমেদ। দারুণ বোলিং করে ভূমিকা রাখেন সাকিব আল হাসান, মেহেদী হাসান ও শরিফুলরা। এর পরদিন দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। এবার ছন্দ ধরে আজ জিতলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়বে লাল-সবুজের দল।