বেড়াতে গিয়ে বিতর্কে মেসি-সুয়ারেজ!
নভেল করোনাভাইরাসজনিত বিরতির পর লা লিগায় লিওনেল মেসিদের প্রত্যাবর্তন সুখকর হয়নি। লম্বা সময় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকেও শিরোপা হারাতে হয়েছে বার্সেলোনাকে। এর মধ্যে নতুন বিতর্কে জড়ালেন মেসি-সুয়ারেজরা। নিজেদের হতাশা কাটাতে কাতালান শহর ছেড়ে ছুটি কাটাতে গেছেন তাঁরা। অথচ করোনা পরিস্থিতিতে শহর ছাড়াতেই নিষেধাজ্ঞা ছিল। তা ছাড়া বেড়াতে গিয়ে খুব একটা স্বাস্থ্য সুরক্ষার কথাও মাথায় রাখেননি তাঁরা। এসব নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা হচ্ছে দুই তারকাকে নিয়ে। স্বাস্থ্যগত নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন ভক্তরাও।
ছুটি কাটাতে পরিবার নিয়ে ইবিজায় গেছেন মেসি-সুয়ারেজরা। বিভিন্ন সংবাদমাধ্যমে দুই পরিবারের কিছু ছবি প্রকাশ হয়েছে। কোনো ছবিতে দেখা যায় জেট স্কি নিয়ে সমুদ্রের জলে আনন্দ করছেন তাঁরা। আবার কখনো বন্ধুদের সঙ্গে এক ফ্রেমে। কোনো ছবিতেই খুব একটা সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি।
আগামী ২৯ জুলাই চ্যাম্পিয়নস লিগের জন্য অনুশীলন শুরু করবে বার্সেলোনা শিবির। টানা খেলার ধকল কাটাতে শিষ্যদের কিছুদিন ছুটি দিয়েছেন বার্সা কোচ কিকে সেতিয়েন।
ছুটি পেয়ে করোনার বিধিনিষেধ ভুলে বেড়াতে যান লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। কিন্তু এ পরিস্থিতিতে এক শহর থেকে অন্য শহরে চলাফেরার অনুমতি দেয়নি কাতালান সরকার। বার্সেলোনা মেট্রোপলিটন অঞ্চলের বিধিনিষেধ তোয়াক্কা না করেই পরিবারের সঙ্গে ঘুরতে বের হয়ে গেছেন বার্সা তারকারা।
মেসি, সুয়ারেজ, জেরার্ড পিকে, লুইস সুয়ারেজ ও মার্ক আন্দ্রে টের স্টেগেন সবাই পরিবার নিয়ে শহর ছেড়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, মেসি ও সুয়ারেজের পরিবার একসঙ্গে ছুটি কাটাতে গেছে।
আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে চ্যাম্পিয়নস লিগ। এর আগে খেলোয়াড়দের ছুটি দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদানও। জানা যায়, এ ছুটির মধ্যেই বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন রিয়াল মাদ্রিদের তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।