পিটার বাটলারই থাকছেন বাংলাদেশের কোচ?
সাফের ফাইনালে বাংলাদেশ মাঠে নামার আগেই পিটার বাটলার জানিয়েছিলেন, কোচ হিসেবে নারী দলের সঙ্গে এটি তার শেষ ম্যাচ। চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট একাডেমির কোচ হিসেবে নিয়োগ পান বাটলার। তবে, বছরের মাঝামাঝি এই ইংলিশ কোচের হাতে নারী ফুটবল দলের দায়িত্ব তুলে দেন তৎকালীন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
মেয়েদের টানা দ্বিতীয় সাফ জয়ে ডাগআউট থেকে অবদান রেখেছেন বাটলার। এরপরও নারী দলের কোচ হিসেবে না থাকার কারণ আছে তার কাছে। এর একটি, তিনি মূলত এলিট একাডেমির জন্য চুক্তিবদ্ধ। তার সঙ্গে বাফুফের চুক্তি এক বছরের। বলা চলে, সাবিনাদের দায়িত্বটা তার কাছে খণ্ডকালীন। এতটুকু সময়ের মধ্যেও হয়েছে নানা বিতর্ক।
বাটলারকে নিয়ে বড় বিতর্ক, তিনি সিনিয়র খেলোয়াড়দের মাঠে নামাতে চান না। বাংলাদেশ দলের ফুটবলাররাই এই অভিযোগ তোলেন। যা নিয়ে বাটলারও পাল্টা জবাব দিয়েছিলেন এই বলে, অনেকে খেলার চেয়ে সোশ্যাল মিডিয়ায় (টিকটক) বেশি ব্যস্ত থাকে। কোচ-ফুটবলারদের এমন দ্বন্দের মাঝেই বাংলাদেশ ঘরে তুলেছে সাফের শিরোপা। তাই, বাটলারকে নারী দলের কোচ হিসেবে রাখতে চান বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।
কিরণ বলেন, ‘বাটলার কোচ হিসেবে দারুণ। দেশের ফুটবলের জন্য তাকে প্রয়োজন। আমরা রাখতে চাই তাকে। মাঝে কিছু বিষয় আলোচনায় এসেছে, সেসব নিয়ে একবার মেয়েদের সঙ্গে কথা বলেছি আমি। এখন বাফুফে বাটলারের সঙ্গে বসবে। একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটি দূর করা দরকার। তিনিও আমাদের সঙ্গে বসতে চান।’