সাফে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াটা ‘মিরাকল’ : কিরণ
ইতিহাস গড়েই সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। ধরে রেখেছে নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলার নারীরা টুর্নামেন্টে হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। তবে, এই শ্রেষ্ঠত্বকে মিরাকল (অলৌকিক) বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।
কিরণ দীর্ঘদিন ছিলেন বাফুফের নারী উইংয়ের প্রধান। সেই সময়টাতে নানা অভিযোগ ওঠে নারী ফুটবল নিয়ে। বিশেষত, নারীদের বেতন ও ম্যাচ ফি বকেয়ার বিষয়টি গুরুতর। টানা দুবার সাফজয়ী নারীরা অন্য সুবিধা দূরে থাক, ঠিকমতো পায়নি প্রাপ্য অর্থও।
তবে, কিরণ মনে করেন এত সমস্যার মধ্যেও মেয়েদের সাফ জেতাটা অবিশ্বাস্য। আজ রোববার (৩ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা সসম্যার কথা তুলে ধরে এ কথা বলেন তিনি। পাশাপাশি তিনি মনে করেন, ফুটবলে যেসব সমস্যা, সেগুলো বাফুফের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়।
বাফুফের এই সদস্য বলেন, ‘আপনাদের একটা কথা বলি, বাফুফের পক্ষে একা কোনো কিছু সমাধান করা সম্ভব না। ফুটবলের যে অবকাঠামো, মাঠ এসব ঠিক নেই। আমাদের মাঠ নেই, অনুশীলন করতে পারি না। খেলব কোথায়! সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ যে দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে, আমি মনে করি এটা মিরাকল! এটা তো হওয়ার কথা না। ফুটবলে কিছুই নেই, হবে কী করে।’
দেশের ফুটবলের উন্নতিতে বাফুফের পাশাপাশি সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান কিরণ। তিনি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান।