বড় জয়ে প্রস্তুতি সারল জার্মানি
ইউরোর আগে বিশাল জয়ে প্রস্তুতি সারল জার্মানি। ইউরো ২০২০ আসরের লড়াইয়ে মাঠে নামার আগে লাটভিয়াকে উড়িয়ে দিল জোয়াখিম লুভের দল। জয়ের স্বস্তি নিয়েই এবার মূল টুর্নামেন্ট শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
গতকাল সোমবার ডুসেলডর্ফে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লাটভিয়াকে ৭-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের পক্ষে গোল করেছেন টমাস মুলার, জিনাব্রি, ইলকাই গিনদোয়ান, রবিন গোজেন্স, টিমো ভেরনার ও লেরয় সানে। অন্যটি এসেছে আত্মঘাতী গোলে।
এর আগে গত বুধবার ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র করে জার্মানি। তবে কাল লাটভিয়ার বিপক্ষে রীতিমত গোল উৎসব করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
গতকাল ম্যাচের ৭৫ ভাগ সময় বল দখলে রাখা জার্মানি প্রতিপক্ষ শিবিরে আক্রমণ আনে ২৪ বার। এর মধ্যে ৯টি ছিল অনটার্গেট শট। তাতে ছয়টিতে সফল জার্মানিরা।
এদিন ম্যাচের ১৯ মিনিটে প্রথম দলকে এগিয়ে নেন ডিফেন্যার গোজেন্স। দুই মিনিট পর বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার গিনদোয়ান।
২৭ মিনিটে গোজেন্সের বাড়ানো পাস ধরে দারুণ শটে তৃতীয় গোল করেন টমাস মুলার। ৩৯তম মিনিটে হাভার্টজের নেওয়া শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান গোলরক্ষক ওজলস।
বিরতির আগে স্কোরলাইন ৫-০ করেন জিনাব্রি। বিরতির পর আরো দুটি গোল করে জার্মানিরা। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠে ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইউরোতে ‘এফ’ গ্রুপে আছে জার্মানি। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, পর্তুগাল ও হাঙ্গেরি। আগামী ১৫ জুন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর মিশন শুরু হবে জার্মানির।