বড় বাঁচা বেঁচে গেলেন ফুটবলাররা

গতকাল রোববার রাতে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে ওমানের উদ্দেশে রওনা দিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ১৪ নভেম্বর ওমানের আল সিব স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ ম্যাচটি খেলবে তারা। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই কিছুদিন আগেই ওমান উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ দল।
খেলোয়াড়দের বহনকারী বিমানটি আকাশে ওড়ার পরই শুরু হয় যান্ত্রিক ত্রুটি। প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ার পর পাইলট বিমানটি ঢাকায় ফেরত নিয়ে আসেন।
জাতীয় দলের ফুটবলাররা জানিয়েছেন, রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। দুই ঘণ্টা পর ঢাকা ছাড়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-০০২১)। প্রায় এক ঘণ্টা ওড়ার পরই একটি শব্দ হয়, বিমানের ভেতরের বাতি ও এসি বন্ধ হয়ে যায়।
পরে পাইলট ঘোষণা দেন, ‘দুঃখিত বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা আবার ঢাকায় ফিরে যাচ্ছি। সবাইকে আতঙ্কিত না হতে অনুরোধ করা যাচ্ছে।’
রাত দেড়টার দিকে বিমানটি আবার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। এ ব্যাপারে তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে এসেছে। খেলোয়াড়দের কোনো সমস্যা হয়নি।’
পরে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আরেকটি ফ্লাইটে জাতীয় দলের ফুটবলাররা ঢাকা ছেড়ে যান।