ভিডিও গেমসের অনুকরণে নাচলেন রুশো
জয়ের খুব কাছাকাছি তখন খুলনা টাইগার্স। ৬০ বলে প্রয়োজন ২২ রান। হাতে ছিল আট উইকেট। অন্যদিকে ব্যাট করতে থাকা রাইলি রুশোর পঞ্চাশ ছুঁতে দরকার দুই রান। ১১তম ওভারে আরাফাত সানির বলে বাউন্ডারি হাঁকিয়ে হাফসেঞ্চুরি তুলে নিলেন রুশো। ৫০ ছুঁয়েই হেলমেট খুলে উদযাপনের ছলে অন্যরকম নাচ দেখালেন রুশো। যার উচ্ছ্বাস ছুঁয়েছে জহুর আহমেদের গ্যালারিতে থাকা দর্শকদেরও।
ম্যাচ শেষে অবশ্য এমন উদযাপনের কারণ নিজেই জানালেন রুশো। এদিন রুশো ঝড়ে রংপুর রেঞ্জার্সকে উড়িয়ে দেয় খুলনা টাইগার্স। ইনিংস শেষে ৬৬ রানে অপরাজিত ছিলেন রুশো। ম্যাচ শেষে জানালেন, এই উদযাপনটি মূলত ভিডিও গেমস থেকেই শেখা। তা ছাড়া ম্যাচের আগেই সতীর্থদের বলেছিলেন, হাফসেঞ্চুরি পেলে এমন উদযাপন করবেন তিনি।
ফুটবলে এমন উদযাপন নতুন নয়। এই উদযাপনটির নাম ‘পাইপ’। ডান হাতে নাক চেপে ধরার মতো করে বাঁ হাত প্রসারিত করে কোমর দুলানো। ঠিক তেমনটাই করেছিলেন রুশো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অভিনব উদযাপন নিয়ে রুশো বলেন, ‘প্লে-স্টেশনে ফিফা গেমের (ভিডিও গেম) একটি উদযাপন ঠিক এ রকম। ছেলেদের আগেই বলে রেখেছিলাম, যদি আজ ফিফটি করতে পারি, তাহলে এভাবে উদযাপন করব।’
এ ছাড়া নিজের ব্যাটিং নিয়ে এই দক্ষিণ আফ্রিকান তারকা বলেন, ‘আমি বিশ্বাস করি, অনেক চেষ্টা করে কাজটা করার চেয়ে তাই করা উচিত, যা উপভোগ করা যায়। সৌভাগ্য যে, আমি এমন একটি দল পেয়েছি, যারা আমার সঙ্গে রয়েছে। আমি ক্রিকেটটা উপভোগ করে এবং ভালোবেসেই খেলি। তাই এখানে গোপন কিছু নেই। আমি খুব শান্ত ও নির্ভার থাকি। এটা আমার দিন হলে আমার দিন। না হলে পরের ম্যাচে হবে। সুন্দর ও শান্ত থাকাই আমার পদ্ধতি।’