মুশফিকদের ইনিংস থেমে গেল মাত্র ৮৮ রানে!
প্রথম ম্যাচে তীরে এসে তরি ডুবেছিল বেক্সিমকো ঢাকার। মাত্র দুই রানে হেরেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে একেবারেই বেহাল দশা হয়েছে তাদের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৮৮ রানে ইনিংস গুটিয়ে নিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একজন ছাড়া বাকি সবাই ব্যর্থ হয়েছেন। নাঈম শেখ একা করেছেন ৪০ রান। বাকি সবাই মিলে করেছেন ৩৯ রান। আর অতিরিক্ত নয় রান হয়েছে।
বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ঢাকার এই বেহাল দশা হয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত ও নাহিদুল ইসলামও ভালো বল করেছেন।
সংক্ষিপ্ত স্কোর :
বেক্সিমকো ঢাকা : ১৬.২ ওভারে ৮৮ (নাঈম ৪০, সাব্বির ০, তানজিদ ২, মুশফিক ০, আকবর ১৫, শাহাদাত ২, আবু হায়দার রনি ০, মুক্তার ১২, নাসুম ৮, রুবেল ০, মেহেদী রানা ০*; নাহিদুল ৩-০-১৩-১, শরিফুল ৩-১-১০-২, মুস্তাফিজ ৩.১-১-১৩-২, মোসাদ্দেক ২-০-৯-২, তাইজুল ৪-০-৩২-২, সৌম্য ১-০-২-১)।