মুশফিকের ঢাকাকে হেসেখেলে হারাল চট্টগ্রাম
প্রথমে ব্যাট করে বেক্সিমকো ঢাকা গড়েছে মাত্র ৮৮ রান। লক্ষ্য ছোট। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এই রান তাড়া করতে নেমে হেসেখেলেই জিতেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম জিতেছে নয় উইকেটের বড় ব্যবধানে।
চট্টগ্রামের জয়ে দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার দারুণ দুটি ইনিংস খেলে দলকে অসাধারণ সাফল্য এনে দেন। লিটন ৩৩ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরলেও সৌম্য ২৯ বলে ৪৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। শেষ দিকে মুমিনুল হক অপরাজিত আট রান করেন।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকার একজন ছাড়া বাকি সব ব্যাটসম্যান ব্যর্থ হয়েছেন। নাঈম শেখ একা করেছেন ৪০ রান। বাকি সবাই মিলে করেছেন ৩৯ রান। আর অতিরিক্ত নয় রান হয়েছে।
বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ঢাকার এই বেহাল দশা হয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত ও নাহিদুল ইসলামও ভালো বল করেছেন।
এর আগে প্রথম ম্যাচে নাটকীয়ভাবে ঢাকাকে দুই রানে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
সংক্ষিপ্ত স্কোর :
বেক্সিমকো ঢাকা : ১৬.২ ওভারে ৮৮ (নাঈম ৪০, সাব্বির ০, তানজিদ ২, মুশফিক ০, আকবর ১৫, শাহাদাত ২, আবু হায়দার রনি ০, মুক্তার ১২, নাসুম ৮, রুবেল ০, মেহেদী রানা ০*; নাহিদুল ৩-০-১৩-১, শরিফুল ৩-১-১০-২, মুস্তাফিজ ৩.১-১-১৩-২, মোসাদ্দেক ২-০-৯-২, তাইজুল ৪-০-৩২-২, সৌম্য ১-০-২-১)।
গাজী গ্রুপ চট্টগ্রাম : ১০.৫ ওভারে ৯০/১ (লিটন ৩৪, সৌম্য ৪৪*, মুমিনুল ৮*; মেহেদী ৩-০-৩০-০, নাসুম ১-০-৫-১)।
ফল : গাজী গ্রুপ চট্টগ্রাম নয় উইকেটে জয়ী।