মোহামেডানকে বিদায় করে ফাইনালে রহমতগঞ্জ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/02/bd_football.jpg)
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ফলে মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠে যায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
এবারই প্রথম ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কীর্তি গড়েছে রহমতগঞ্জ। আগামীকাল শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-বাংলাদেশ পুলিশ এফসি। এই দুইয়ের মধ্যে জয়ী দলের বিপক্ষে টুর্নামেন্টের ফাইনালে লড়বে রহমতগঞ্জ।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল খেয়ে যেতে পারত মোহামেডান। কিন্তু সেই যাত্রায় রক্ষা করেন সুজন হোসেন। তবে ষোড়শ মিনিটে আর রক্ষা পায়নি মোহামেডান। ডান দিক থেকে শাহেদুল আলমের বাড়ানো ক্রসে উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভ আকোবির হেডে এগিয়ে যায় রহমতগঞ্জ।
পিছিয়ে পড়ার চাপ ধরে ম্যাচের বাকি সময় কাটাতে পারেনি মোহামেডান। নির্ধারিত সময়ে বেশ কয়েকবার সুযোগও এসেছিল। কিন্তু লক্ষ্যভেদ করতে বারবারই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন ফরোয়ার্ডরা।
এরমধ্যে ৭৮তম মিনিটে একবার বল প্রতিপক্ষের জালে পাঠান মোহামেডানের আমিনুর রহমান সজীব। কিন্তু অফসাইডের কারণে সেটিও গোল হয়নি। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মোহামেডানকে।