ম্যাচ পাতানোর দায়ে আরামবাগের কঠিন শাস্তি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/29/arambagh-.jpg)
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ম্যাচ পাতানোর দায়ে আরামবাগ ক্রীড়া সংঘকে বড় শাস্তি দেওয়া হয়েছে। দলটিকে দুই মৌসুমের জন্য প্রথম বিভাগ লিগে নামিয়ে দেওয়া হয়েছে। আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই সিদ্ধান্ত নিয়েছে।
অবশ্য আরামবাগ এ বছর প্রিমিয়ার লিগ থেকে এরই মধ্যে অবনমন হয়েছে। তাই তাদের খেলার কথা ছিল চ্যাম্পিয়নশিপ লিগে। এবার ঢাকার ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ লিগেও খেলতে পারছে না তারা। বাফুফের দেওয়া শাস্তির কারণে প্রথম বিভাগ লিগে অংশ নিতে হচ্ছে তাদের।
শুধু তাই নয়, ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাদের। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে জমা দিতে হবে এই টাকা।
তবে বড় শাস্তি পেয়েছেন ক্লাবটির সাবেক সাভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ ও সাবেক ম্যানেজার জাহাঙ্গীর রুশো। এই দুজকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে বাফুফে। এ ছাড়া সাবেক ভারতীয় ট্রেনার মাইদুল ইসলাম ও সাবেক সহকারী ম্যানেজার আরিফ হোসেনকেও আজীবন নিষিদ্ধ করা হয়।
ক্লাবের সাবেক ভারতীয় ফিজিও সঞ্জয় বোস ও ভারতীয় গেম অ্যানালিস্ট আজিজুল শেখকে ১০ বছর নিষিদ্ধ করে।
ক্লাবের সাবেক গোলকিপার আপেল মাহমুদ ৫ বছর নিষিদ্ধ হন। সাবেক খেলোয়াড় আবুল কাশেম মিলন, আল আমিন, মোহাম্মদ রকি, জাহিদ হোসেন, কাজী রাহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান সৈকত, শামীম রেজা, ব্রাডি স্মিথকে (অস্ট্রেলিয়া) ৩ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সাবেক নাইজেরীয় খেলোয়াড় ক্রিস্টোফার চিজোবা, ওমর ফারুক, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান ফাহাদ, মিরাজ মোল্লা দুই বছর নিষিদ্ধ।