রাজশাহীকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল ঢাকা
দলের চরম বিপর্যয়ে ব্যাটে হাতে জ্বলে উঠলেন আগের ম্যাচের জয়ের নায়ক ইয়াসির আলী। মাঠের চারপাশে খেললেন দৃষ্টি নন্দন সব শট। তরুণ এই ব্যাটসম্যানের সঙ্গে উজ্জ্বল ছিলেন আকবর আলীও। দুই তরুণে ভর করে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ১৭৬ রানের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল বেক্সিমকো ঢাকা।
আজ শুক্রবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১২তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছে বেক্সিমকো ঢাকা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের পঞ্চম বলে ফিরে যান নাঈম হাসান। দ্বিতীয় উইকেটে নাঈমকে কিছুক্ষণ টানেন মুশফিক। তবে উইকেটে থাকলেও রানের গতি ধরে বাড়াতে পারেননি নাঈম। ১৯ বলে মাত্র নয় রান করে ফিরে যান তিনি।
রানের চাকা সচল রাখা মুশফিকও বেশিক্ষণ থিতু হতে পারেননি। ১১তম ওভারের প্রথম বলে মুশফিককে বিদায় করেন মুকিদুল। ফেরার আগে ২৯ বলে ৩৭ রান করেন ঢাকার অধিনায়ক।
এরপর বিশ্বকাপজয়ী তরুণ অধিনায়ক আকবর আলীর সঙ্গে জুটি বাধেন ইয়াসির আলী। এই জুটিতে পাল্টে যায় ঢাকার ব্যাটিং চিত্র। দুজন মিলে দ্রুত গতিতে ঢাকাকে এগিয়ে নেন। দুজনে গড়েন শতরানের জুটি। এর মধ্যে মাত্র ৩২ বলে ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি তুলে নেন ইয়াসির। ইনিংসের শেষ ওভারে ইয়াসিরের প্রতিরোধ ভাঙেন ফরহাদ। নয়টি বাউন্ডারি ও এক ছক্কায় ৩৯ বলে ৬৭ রানের ইনিংস উপহার দিয়ে ফিরেন তিনি।
তবে ইয়াসির ফিরলেও থামেননি আকবর। দলকে ১৭৫ রানের পুঁজি এনে দিয়ে মাঠ ছাড়েন তিনি। মাত্র ২৩ বলে ৪৫ রানের ইনিংস উপহার দেন আকবর।
বেক্সিমকো ঢাকা : ২০ ওভারে ১৭৫/৫ (নাঈম হাসান ১, নাঈম ৯, মুশফিক ৩৭, আকবর ৪৫*, ইয়াসির ৬৭, মুক্তার ৩ ; মেহেদী ৪-০-২৩-১, আরাফাত ৪-০-২৬-১, মুকিদুল ৩-০-৩৮-২, এবাদত ৪-০-৩৪-০, ফরহাদ ৪-০-৩৯-১)।