রাব্বি-মিরাজের বোলিং দাপটে অল্পতে থামল রাজশাহী
সাবধানী ব্যাটিংয়ে ভালো শুরু এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন। কিন্তু কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী মিরাজদের বোলিংয়ের সামনে শুরুর ছন্দ ধরে রাখতে পারেনি মিনিস্টার গ্রুপ রাজশাহী। শেষের দিকে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসানের ইনিংসে চড়ে ফরচুন বরিশালকে ১৩৩ রানের লক্ষ্য দিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রান করে রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেছেন মেহেদী।
এদিন ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমনের সাবধানী ব্যাটিংয়ে ভালো এগিয়ে চলছিল দলটি। কিন্তু হঠাৎ হয়ে দ্রুত পাঁচ উইকেট হারিয়ে ফেলে হ্যাটট্রিক জয়ের মিশনে নামা রাজশাহী।
দলীয় ৩৯ রানে আউট হন শান্ত। ফেরার আগে ১৯ বলে ২৪ রান করেন তিনি। তিনে ব্যাট করতে নামা রনি তালুকদারও ফিরে যান ছয় রানে। দায়িত্ব নিতে পারেননি মোহাম্মদ আশফুল। মেহেদী হাসানের বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেরার পর দ্রুত আরো চার উইকেট হারিয়ে চাপে দলটি।
৬৩ রানে পাঁচ উইকেট হারানোর পর রাজশাহীর হাল ধরেন মেহেদী হাসান। তাঁকে সঙ্গ দেন ফজলে মাহমুদ। দুই ব্যাটসম্যানে ভর করে শেষ পর্যন্ত বরিশালকে ১৩৩ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী।
নিজেদের প্রথম ম্যাচে জেমকন খুলনার কাছে হারে ফরচুন বরিশাল। তাই এখনো পয়েন্টের খাতা খোলা হয়নি তামিমদের। আজ রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বরিশাল।
অন্যদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে হারিয়ে শুরু করে রাজশাহী। দ্বিতীয় ম্যাচে হারায় সাকিব-মাহমুদউল্লাহদের খুলনাকে। টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে নাজমুল হোসেন শান্তর দল।
সংক্ষিপ্ত স্কোর
মিনিস্টার গ্রুপ রাজশাহী : ২০ ওভারে ১৩২/৯ (নাজমুল শান্ত ২৪, আনিসুল ২৪, রনি তালুকদার ৬, আশরাফুল ৬, মাহমুদ ৩১, নুরুল ০, মেহেদী ৩৪, রেজাউর ২, মুকিদুল ১; তাসকিন ৪-০-১৯-১, রাব্বি ৪-০-২১-৪, সুমন ৩-০-৩৩-০, মিরাজ ৪-০-১৮-২, রাহি ৪-০-২৯-১)।