রাহিকে নিয়ে দুঃসংবাদ
আবু জায়েদ রাহিকে নিয়ে দুঃসংবাদ দিল ফরচুন বরিশাল। পেশির ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন বরিশালের এই অভিজ্ঞ পেসার। আজ বুধবার সকালে রাহির চোটের খবরটি নিশ্চিত করেছে বরিশালের টিম ম্যানেজমেন্ট।
তবে আশার খবর হলো, রাহির সুস্থ হয়ে উঠতে বেশি সময় লাগবে না। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য সিরিজের আগেই সুস্থ হয়ে ফিরতে পারেন রাহি।
গতকাল মঙ্গলবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বোলিং করতে গিয়ে হঠাৎ চোটে পড়েছেন বরিশালের বোলার রাহি। চোটে পড়ার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর বিসিবির মিডিয়া রুমে চিকিৎসা দেওয়া হয় বরিশালের এই পেস বোলারকে।
ঘটনাটি ঘটে রাজশাহীর ইনিংসের নবম ওভারে। স্ট্রাইকে ছিলেন নাজমুল হোসেন শান্ত। নবম ওভারের দ্বিতীয় বলটি করতে রানআপ নিয়ে আসেন রাহি। কিন্তু বল থ্রু করার আগ মুহূর্তে থেমে যান। দেখা যাচ্ছিল, পায়ের পেশির ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি।
এরপর মাটিতে লুটিয়ে পড়েন রাহি। মাঠে ঢুকে কিছুক্ষণ চিকিৎসা দেয় মেডিকেল বিভাগ। তাতে কাজ হয়নি। পর মুহূর্তে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। চোটে পড়ার কিছুক্ষণ বাদে বরিশালের টিম ম্যানেজমেন্ট জানায়, রাহির চোট গুরুতর নয়। তবে আজ এলো দুঃসংবাদ। পুরো টুর্নামেন্টেই আর গুরুত্বপূর্ণ বোলারকে পাচ্ছে না বরিশাল। রাহির পেশিতে ‘ফার্স্ট ডিগ্রি টিয়ার’ ইনজুরি হয়েছে বলে জানানো হয়েছে। যা থেকে সুস্থ হতে কমপক্ষে ১৫ দিন সময় লাগতে পারে।