শক্তিশালী ওমানের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত বাংলাদেশ

এই কিছুদিন আগে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে সবাইকে চমকে দিয়েছিল বাংলাদেশ। তার আগে ঘরের মাঠে বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারের বিপক্ষেও দারুণ লড়াই করেন জামাল ভূঁইয়ারা। লাল-সবুজের দলের এবারের প্রতিপক্ষ শক্তিশালী ওমান। তাদের বিপক্ষেও প্রথমার্ধে দারুণ খেলে লাল-সবুজের দল।
দারুণ কয়েকটি আক্রমণ গড়ে বাংলাদেশ গোলের দেখা না পেলেও প্রথমার্ধ অমীমাংসিত ভাবেই শেষ হয়েছে। বিশেষ করে ম্যাচের ১২ মিনিটে জামাল ভূঁইয়ার একটি শট ওমান গোলরক্ষক রুখে দেন, তা না হলে গোল হতেও পারত।
শক্তির দিক থেকে ‘ই’ গ্রুপে ওপরের দিকের দল ওমান। বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষাই বলা যায়।
বিশ্বকাপের টিকেট পাওয়ার মিশনে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। তিন ম্যাচে দুই পরাজয় ও এক ড্রয়ে বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। অন্যদিকে সমান তিন ম্যাচ খেলে দুই জয় ও এক হার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ওমান।
দুই দলের মুখোমুখি লড়াইতেও এগিয়ে ওমান। আন্তর্জাতিক ম্যাচে দুদলের একবারই দেখা হয়েছিল। ১৯৮২ সালে সেই দেখায় বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছিল ওমান। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অনেক এগিয়ে ওমান। র্যাঙ্কিংয়ের বর্তমান তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮৪, আর ওমান ৮৪ নম্বরে।