শুরুতেই চাপে তামিমের বরিশাল
বেক্সিমকো ঢাকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। মাত্র ২৮ রানের মধ্যে গুরুত্বপূর্ণ তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছে বরিশাল। দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছে তামিমের দল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরচুন বরিশালের সংগ্রহ চার উইকেটে ৬৫ রান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সাইফ হাসানকে নিয়ে শুরুটা মোটামুটি ভালো করেন তামিম। কিন্তু শুরুর ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না। ইনিংসের পঞ্চম ওভারে সাইফকে বিদায় দিয়ে বরিশালের ওপেনিং জুটি ভাঙেন রবিউল ইসলাম রবি। একই ওভারে পারভেজ হোসেন ইমনকেও নিজের শিকার বানান রবিউল। এরপর সপ্তম ওভারে আবারও বোলিংয়ে এসে ফিরিয়ে দেন আফিফ হোসেনকে।
চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা-বরিশাল; দুটি দলের কোনোটিই স্বস্তিতে নেই। বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে ঢাকাকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। দুই দলের নেতৃত্বে দুই অভিজ্ঞ তারকা থাকা সত্ত্বেও আশানুরূপ ফল পায়নি তারা।
তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বরিশাল। অন্যদিকে সমান তিন ম্যাচ খেলে এখনো জয় অধরা ঢাকার। পয়েন্ট টেবিলের তলানিতে দুই দলের অবস্থান। সব মিলিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। তবে শেষ হাসি কে হাসে সেটাই দেখার অপেক্ষা।
স্কোয়াড :
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।