শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা তিন জয়ে এরই মধ্যে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। সুযোগ ছিল প্রথমবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার। কিন্তু চতুর্থ ম্যাচে হেরে আপাতত সেই আশা ভেস্তে গেছে। এবার শেষ ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে আজ সোমবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন।
সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর গত ম্যাচে জয়ে ফিরে সিরিজে ৩-১ ব্যবধান কমিয়েছে অস্ট্রেলিয়া। আজ শেষ ম্যাচে জিতে ব্যবধান আরও কমিয়ে দেশে ফিরতে চাইবে ম্যাথু ওয়েডের দল।
পুরো সিরিজে বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে ভুগিয়েছে মন্থর উইকেট। ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। অসিদের হয়ে ব্যাট হাতে মোটামুটি ধারাবাহিক ছিলেন মিচেল মার্শ। বাংলাদেশের হয়ে শুধু মাত্র হাফসেঞ্চুরি করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আজ শেষ ম্যাচেও হয়ত ব্যবধান গড়ে দিতে পারে এই স্লো উইকেট।
অবশ্য ব্যাটসম্যানদের হতাশার সিরিজে দাপট দেখিয়েছেন বোলাররা। বল হাতে একের পর এক চমক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। কাটারের মাস্টারের স্লোয়ার বোলিং সামলাতেই পুরো সিরিজে ধুঁকেছে অসিরা। মুস্তাফিজের সঙ্গে বল হাতে দারুণ ছিলেন নাসুম আহমেদ-শরিফুলরা। যদিও আজ শরিফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে একাদশে এসেছেন সাইফউদ্দিন। এ ছাড়া শামীম হোসেনের বদলে একাদশে ঢুকেছেন সৈকত।
অন্যদিকে অস্ট্রেলিয়ান বোলাররাও ভালো করেছেন। পেসার হেইজেলউড সাফল্য পেয়েছেন। শেষ ম্যাচে সুযোগ পাওয়া সোয়েপসনও পেয়েছে উইকেটের দেখা। হয়তো আজকের ম্যাচেও হয়ত ব্যবধান গড়ে দেবে বোলারদের পারফরম্যান্স।
শেষ টি-টোয়েন্টি নিয়ে বাংলাদেশ দলের প্রতিনিধি শরিফুল ইসলাম বলেন, 'আমাদের এখন যে দল, সবাই পারফর্ম করছে। সবাই সবার ওপর ভরসা রাখছে, একজনের ওপর ছেড়ে দিচ্ছে না। এই জিনিসটা অনেক ভালো লাগে, কেউ কারও ওপর নির্ভর করছে না। সবাই নিজের ওপর ভরসা করছে। একজন গেলে অপরজন ধরছে। এই জিনিসটা যতদিন থাকবে, দলকে জয় এনে দেওয়াটাও সহজ হবে। কারণ সবাই সবার দিক থেকে ইতিবাচক চিন্তা রাখে যে সুযোগ পেলে আমি সেরাটা দিয়েই দলকে জিতিয়ে আনব। এভাবে যখন ভাবতে থাকবে এবং একজনের দিকে তাকিয়ে থাকবে না, তখন আমাদের জন্য খেলাটা আরও সহজ হবে।'
এবার শরিফুলের কথা মাঠে কথাটা প্রতিফলন হয় সেটাই দেখার। অন্যদিকে জয়ে ফেরা অস্ট্রেলিয়াও চতুর্থ ম্যাচের জয়ের ছন্দ কতটা ধরে রাখতে পারে সেটাও দেখার অপেক্ষা।