সিরিজ জয়ের কথা ভেবে চাপ নিতে চায় না বাংলাদেশ

দিল্লির দূষিত নগরী ছেড়ে বাংলাদেশ এখন ভারতের রাজকোটে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় নিয়ে রাজকোটে পা রেখেছে লাল-সবুজের দল। প্রথম ম্যাচের জয়ে ফুরফুরে বাংলাদেশ রাজকোটে জিতলেই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের স্বাদ পাবে। তবে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছেন, টাইগাররা আপাতত সিরিজ জয় নিয়ে ভাবছে না, পুরো দলের চোখ শুধু রাজকোটের ম্যাচটি নিয়েই।
সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘প্রথম ম্যাচে জয়ের পর দলে একটা ভালো মোমেন্টাম আছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিরিজ জিতলে তো ভালো কথা। তবে ছেলেরা আপাতত সিরিজ নিয়ে ভাবছে না। নির্দিষ্ট ম্যাচ নিয়েই ভাবছে। সিরিজ জয়ের চাপটা না থাকাই ভালো।’
সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে গত রোববার ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে এই জয়কে বড় অর্জন বলছেন প্রধান নির্বাচক, ‘ভারতের মাটিতে তাদের হারানো অনেক বড় কিছু, অনেক বড় অর্জন। তা ছাড়া এতে আত্মবিশ্বাসও দলের বেড়েছে। এখন আমরা রাজকোটের ম্যাচে নজর দিচ্ছি। কারণ, এখন পুরো সিরিজ নিয়ে ভেবে চাপ নেওয়ার দরকার নেই। আর টি-টোয়েন্টি কোনো কিছু আগাম বলা কঠিন। তবে আমাদের এটা মাথায় রাখতে হবে, এই ফরম্যাটে ভারত আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। তারপরও ছেলেরা যদি নিজেদের সেরাটা দিতে পারে আশা করি, ভালো একটা ক্রিকেট ম্যাচ দেখতে পারব।’
সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছে তরুণ ওপেনার নাঈম শেখের। সেইসঙ্গে সুযোগ পেয়েছেন আল আমিনদের মতো বোলাররা। বিষয়টি ইতিবাচক বলছেন প্রধান নির্বাচক, ‘আসলে নির্বাচকরা কখনো কাউকে খুশি করতে পারে না। তবে শেষ তিন মাসে আমরা কিছু সিদ্ধান্ত ভালো নিয়েছি। এসব খেলোয়াড় বয়সভিত্তিক দলে অনেক ম্যাচ খেলেছে। যার কারণে নাঈম শেখদের মতো তরুণদের একবারও দেখে মনে হয়নি নতুন। পুরোনোদের কাউকেও দলে সুযোগ দেয়া ভালো সিদ্ধান্ত ছিল।’
এ ছাড়া আগামী ম্যাচের একাদশে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও জানালেন নান্নু, ‘একাদশের সবাই সুস্থ আছে। মনে হয় না দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে।’