সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সফরের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। ব্যাটে-বলের দাপটে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশের স্বপ্ন উঁকি দিচ্ছে সিরিজ জয়ের দিকে। সে স্বপ্ন নিয়েই আজ রোববার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর গেল ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের দেখা পায় লাল-সবুজের দল। এবার প্রোটিয়া দুর্গে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি।
মূল লড়াইয়ের আগে গতকাল সে কথাই শুনিয়ে গেলেন গত ম্যাচে বল হাতে বড় ভূমিকা রাখা মেহেদী হাসান মিরাজ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় নিজেদের স্বপ্ন নিয়ে তিনি বলেছেন, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি, বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।’
এ ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। আগের ম্যাচ জয়ের একাদশ নিয়েই জোহানেসবার্গে লড়াইয়ে নেমেছে তামিম ইকবালের দল।
আজ দক্ষিণ আফ্রিকায় ‘পিংক ডে’। যে কারণে বাংলাদেশের বিপক্ষে গোলাপি রঙের জার্সি পরে মাঠে নেমেছে টেম্বা বাভুমার দল। মূলত স্তন ক্যানসারের সচেতনতা বাড়াতে গোলাপি জার্সি পরে এই দিনে খেলে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের জন্য দিনটি কঠিন পরীক্ষার হতে পারে। কারণ ইতিহাস বলছে, গোলাপি রঙের জার্সিতে বেশ সফল প্রোটিয়ারা। তবে, পরিসংখ্যান না ঘেঁটে মাঠের লড়াইয়ে চোখ বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি।