সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। আজ বুধবার সেই একই মঞ্চে বাংলাদেশ স্বপ্ন দেখছে সিরিজ জয়ের। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অলিখিত ফাইনালে রূপ নেওয়া ম্যাচটিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
গত ২০ বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের খোঁজে ছিল বাংলাদেশ। সেই আক্ষেপ পূরণ হয় এবারের সফরে। সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এবার তাদের মাটিতে আরেকটি ইতিহাস ডাকছে সাকিব-তামিমদের। এবার শেষ ওয়ানডে জিততে পারলেই প্রথমবার তাঁদের মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়বে লাল-সবুজের দল।
অবশ্য এই ইতিহাসটা গত ম্যাচেই হতে পারত বাংলাদেশ। কিন্তু জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই জমাতে পারেনি তামিম ইকবালের দল। সাত উইকেটে জিতে বাংলাদেশের অপেক্ষা বাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। দুদল সিরিজের প্রথম দুটি ম্যাচে সমান একটি করে জয় পাওয়াতে আজকের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আজ যারা জিতবে, তারাই ঘরে তুলবে ওয়ানডে সিরিজের ট্রফি। তাই লড়াইটা যে বেশ কঠিন হতে যাচ্ছে সেটার আঁচ আগে থেকেই পাওয়া যাচ্ছে।
আইসিসির সুপার লিগের অংশ হিসেবে আয়োজিত হয়েছে সিরিজটি। একটি করে জয় নিয়ে দুদলই পেয়েছে সমান ১০ পয়েন্ট। এই মুহূর্তে সুপার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে বাংলাদেশ। আজ প্রোটিয়াদের হারালে ১০ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান আরো পোক্ত করতে পারবে বাংলাদেশ।
এই ম্যাচটি আরেকটি কারণেও বিশেষ। কারণ এই ম্যাচটিতে বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। মা-সন্তানরাসহ সাকিবের পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি। পরিবারের এই কঠিন অবস্থায় তাঁর দেশে ফিরে আসার কথাই স্বাভাবিক। কিন্তু সাকিব সেটা না করে দলের হয়ে লড়তে সাকিব থেকে গেছেন সূদর দক্ষিণ আফ্রিকায়। পরিবারের এই কঠিন সময়ে সাকিবের এই ত্যাগের বিনিময়ে হলেও জয় চাই বাংলাদেশের। যেমন বার্তা কাল দিয়ে গেলেন দলের অন্যতম সদস্য মেহেদী হাসান মিরাজ। এবার মাঠের পারফরম্যান্সে লক্ষ্য কতটা পূরণ হয় সেটাই দেখার।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি।