সুপার কাপের শিরোপা রিয়ালের
গোলরক্ষক থিবো কোর্তোয়ার দুর্দান্ত পারফরমেন্সে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালের নির্ধারিত সময়ের ম্যাচের গোলশূন্য ড্র ছিল। পেনাল্টিতে বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়া প্রতিপক্ষ থমাস পার্টির পেনাল্টি রুখে দেন। এর আগে সাওল নিগুয়েজের শট পোস্টে লেগে ফেরত আসে। বিপরীতে দানি কারভাহাল, রডরিগো, লুকা মদ্রিচ তাদের নিজেদের শটগুলো পোস্টে পাঠিয়ে রিয়ালকে সুবিধাজনক অবস্থানে নেওয়ার পর সার্জিও রামোস জয়সূচক শটটি নেন। আর এতেই রিয়াল মাদ্রিদের মৌসুমের প্রথম শিরোপা নিশ্চিত হয়।
অতিরিক্ত সময়ে আতলেতিকো জয়ের সুযোগ হাতছাড়া করে। আলভারো মোরাতা অনেকটা একাই রিয়ালের পোস্টের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে পিছন থেকে বাজেভাবে তাঁকে চ্যালেঞ্জ করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
এই জয়ের সুবাদে সব ধরনের প্রতিযোগিতায় ফাইনালে কোচ হিসেবে জিনেদিন জিদানের সাফল্য বজায় থাকল। এই নিয়ে জিদান তিনবার রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের, দুবার করে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা উপহার দিলেন।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত জিদান বলেন, ‘খেলোয়াড় হিসেবেও আমি অনেক কিছু জয় করেছি, আর এখন কোচ হিসেবে সাফল্য পাচ্ছি। তবে সব কিছুর জন্য আমি খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই। কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই।’