স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন ভারতীয় অ্যাথলেট
১৯০০ সালে শেষবার অ্যাথলেটিকসে পদক জিতেছিল ভারত। সেবার দুটি রুপা জিতেছিলেন নর্মান প্রিচার্ড। এরপর থেকে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারত কোনো পদক জেতেনি। অলিম্পিকে ১২১ বছরের খরা কাটালেন নীরজ চোপড়া। টোকিওতে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে তিনি স্বর্ণপদক জিতলেন তিনি।
অলিম্পিক গমসের ওয়েবসাইটের খবরে জানা গেছে, এই প্রথম অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বর্ণ জিতেছে ভারত। ২০০৮ সালের পর আবার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতে ইতিহাস গড়েন নীরজ।
২০০৮ সালে বেইজিংয়ে শুটিংয়ে স্বর্ণ জিতেছিলেন ভারতের অভিনব বিন্দ্রা। ১৩ বছর পর অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ের স্বাদ পেল ভারত।
আজ শনিবার গেমসের জ্যাভলিন থ্রোর ফাইনালে প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার দূরত্ব অতিক্রম করেন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।