স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আফিফের হাফসেঞ্চুরি
সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ে যতটা দারুণ ছিল জোহানেসবার্গে ততটাই হতাশ করলেন বাংলাদেশের ব্যাটাররা। ওয়ান্ডারার্সে বাড়তি বাউন্সে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। তবে স্রোতের বিপরীতে উইকেটে দাঁড়িয়ে কেবল আফিফ হোসেন। বাকিদের আশা-যাওয়ার মিছিলে আফিফ তুলে নিয়েছেন দারুণ এক হাফসেঞ্চুরি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যাটিংয়ের শুরু থেকেই বাংলাদেশের অবস্থা নাজেহাল। স্কোরবোর্ডে ৩৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। সেখান থেকে দলকে উদ্ধার করার জন্য দাঁড়িয়ে যান আফিফ। বিপর্যয়ে পড়া দলকে উদ্ধার করতে উইকেট কামড়ে পড়ে থেকে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। যা তাঁর ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে হাফসেঞ্চুরি। সেই সঙ্গে দলের ইনিংস মেরামতেও লড়াই করছেন আফিফ।
মাঝপথে কিছুক্ষণ আফিফকে সঙ্গ দিয়েছেন মাহমুদউল্লাহ। তিনি ২৫ রানে ফিরলে আফিফের সঙ্গে জুটি বেঁধেছেন মেহেদী হাসান মিরাজ।
চলতি দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। ব্যাটে-বলের দাপটে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। প্রথম ওয়ানডে জয়ের পর বাংলাদেশের স্বপ্ন উঁকি দিচ্ছে সিরিজ জয়ের দিকে। সে স্বপ্ন নিয়েই আজ রোববার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল।
প্রথম ম্যাচের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর গেল ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের দেখা পায় লাল-সবুজের দল। এবার প্রোটিয়া দুর্গে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। তবে ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে সফল হতে পারে কি না সেটাই দেখার।