হঠাৎ দুঃসংবাদ ভারতীয় দলে, করোনায় আক্রান্ত দ্রাবিড়
আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসছে পরবর্তী এশিয়া কাপ। আসরটি শুরুর আগে একটি ধাক্কা খেয়েছে ভারতীয় দল। দেশ ছাড়ার আগে প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হয়েছেন। তাই আপাতত দলের সঙ্গে দুবাই যেতে পারছেন না তিনি।
বিসিসিআই আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘দ্রাবিড় বিসিসিআই মেডিকেল দলের তত্ত্বাবধানে আছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সেরে উঠার পর তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’
ক্রিকবাজের খবরে জানা গেছে, আজ বেঙ্গালুরু থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এই খবর আসে। ভিভিএস লক্ষ্মণ তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে পারেন। সম্প্রতি জিম্বাবুয়েতে লক্ষ্মণের কোচিংয়ে খেলে ভারত।
ভারতীয় দলের সদস্যরা নিজ নিজ শহর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবেন। কেউ কেউ ইতিমধ্যে চলে গেছেন। আরও কয়েকজন হারারে থেকে দলের সঙ্গে যোগ দেবেন।
আগামী ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভাতের প্রথম ম্যাচ।
এশিয়া কাপের ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং ও আভেশ খান।