হাসপাতালে থেকেই ভারতের জয়ে উচ্ছ্বসিত সৌরভ
করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী। হাসপাতালে থেকেই সেঞ্চুরিয়নে ভারতের ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসে ভাসলেন বিসিসিআইপ্রধান। সোশ্যাল মিডিয়ায় সে উচ্ছ্বাসের কথাই শেয়ার করেছেন ভারতীয় কিংবদন্তি।
গতকাল বৃহস্পতিবার সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
কোহলিদের জয়ে উচ্ছ্বাস নিয়ে টুইটারে সৌরভ লিখেছেন, ‘দারুণ জয় টিম ইন্ডিয়ার। এ ফলাফলে আমি একেবারেই অবাক হইনি। ভারতকে এ সিরিজে হারানো খুব কঠিন কাজ হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে খেলতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
পরপর দুই পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক এ কিংবদন্তি ক্রিকেটারকে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। ওই পরীক্ষাতেও রিপোর্ট পজিটিভ আসে। তাই ওইদিন রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে, শারীরিক তেমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি তাঁর। কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে ভারতীয় কিংবদন্তির।
হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সৌরভ পজিটিভ হলেও তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, কিছুদিন ধরে বিভিন্ন বিজ্ঞাপনের প্রচার ও শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সৌরভ। এর জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণও করতে হয়েছে তাঁকে। সবশেষ তিনি গিয়েছিলেন মুম্বাইয়ে। গতকালও তাঁর শুটিং ছিল। কিন্তু সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শো-এর শুটিং বাতিল করা হয়।