হোল্ডারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে বিশ্রামে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ক্রিকেটার জেসন হোল্ডার। বাংলাদেশ সিরিজ শেষ হতেই ফের দলে ফিরেছেন তিনি। ভারতের বিপক্ষে বিপক্ষে ওয়ানডেতে হোল্ডারকে নিয়েই দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও পেসার অ্যান্ডারসন ফিলিপ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে জিতলেও ওয়ানডেতে স্রেফ উড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার এই ফরম্যাটেই ভারতের বিপক্ষে লড়তে হবে ক্যারিবীয়দের। যদিও দলটির প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স আশা করছেন, ব্যর্থতা ভুলে ভারতের বিপক্ষে ভালো করবে তাদের দল।
নিজের আশাবাদ নিয়ে হেইন্স বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে গায়ানায় খুব চ্যালেঞ্জিং সিরিজ গেল আমাদের, তবে ত্রিনিদাদের কন্ডিশনে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মুখিয়ে থাকব আমরা। ক্রিকেটারদের বেশ কজনেরই অনেক উন্নতি হয়েছে। তবে সার্বিকভাবে আমাদের আরও গুছিয়ে উঠতে হবে এবং ভারতের বিপক্ষে আরও ভালো খেলতে হবে।’
আগামী ২২ জুলাই থেকে শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের লড়াই। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৪ ও ২৭ জুলাই। সবগুলো ম্যাচই হবে ত্রিনিদাদে।
ওয়েস্ট ইন্ডিজ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, রভম্যান পাওয়েল, জেডেন সিলস।