হ্যামিল্টনে হাফিজের এক রানের আক্ষেপ
মাইলফলকের দুয়ারে দাঁড়িয়েও ছুঁতে পারলেন না মোহাম্মদ হাফিজ। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির কাছে গিয়ে ৯৯ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে। এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তিনি। অবশ্য আউট হয়ে নয়, বল শেষ হয়ে গিয়েছিল বলেই টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি ছোঁয়া হয়নি পাকিস্তানের অভিজ্ঞ এ ক্রিকেটারের।
হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৬৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। টিম সাউদির দুর্দান্ত বোলিংয়ে একে একে উইকেট হারাচ্ছিল পাকিস্তান। ওই কঠিন মুহূর্তে হাল ধরেন হাফিজ।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে চারে ব্যাট করতে নেমে ৯৯ রান করেন তিনি। ইনিংসের শেষ ওভারে কাইল জেমিসনের করা বলে ১৬ রান নেন তিনি। কিন্তু এক রানের জন্য আক্ষেপ রয়ে গেল তাঁর। হাফিজ ছাড়া ২২ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান। বাকিরা কেউ ২০-এর ঘর পার করতে পারেননি।
৫৭ বলে ক্যারিয়ার সেরা ৯৯ রানের ইনিংস খেলেন হাফিজ। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। এর আগে হাফিজের সর্বোচ্চ টি-টোয়েন্টি ইনিংস ছিল ৮৬।
নিউজিল্যান্ডের হয়ে বল হাতে চার ওভারে ২১ রান দিয়ে চারটি উইকেট নেন সাউদি। সমান একটি করে নেন জেমি নিশাম ও ইশ সোধি।