ম্যানইউর টিভি শোতে বোল্টের ফোন!
অলিম্পিকের ফাইনালে আয়েশি ভঙ্গিতে দৌড়, ট্রেবল জয়ের পর বিবাহিত নারীর সঙ্গে উদাম রাত কাটানোসহ উদ্ভট সব কর্মের জন্য বেশ পরিচিত উসাইন বোল্ট। এবার আবার শিরোনামে ফিল্ড অ্যান্ড ট্র্যাকের এই মহাতারকা।
সবারই জানা, উসাইন বোল্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের অন্ধ ভক্ত। জ্যামাইকান এই অ্যাথলেট রেড ডেভিডদের এতটাই ভক্ত যে, ম্যান ইউর হয়ে খেলারও ইচ্ছা প্রকাশ করেন তিনি। এবার প্রিয় ক্লাব জেতার পর ম্যানইউ টিভির লাইভ শোতে ফোন করে ভক্তদের অবাক করে দিয়েছেন বোল্ট।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝপর্যায়ে এসে মোটেই স্বস্তিতে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ কয়েকটি ম্যাচে টানা জয় পেয়েছে রেড ডেভিলরা। সর্বশেষ গত শনিবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মিডলসবরোকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। অ্যান্থনি মার্শাল ও পল পগবার গোলে টানা পঞ্চম জয় তুলে নেয় স্বাগতিকরা। মিডলসবরোকে হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডের নিজস্ব টিভি চ্যানেল ‘এমইউ টিভি’তে ম্যাচ-পরবর্তী আলোচনা করছিলেন ম্যান্ডি হ্যানরি। এমন সময় ফোন করেন উসাইন বোল্ট। উপস্থাপক বলেন, ‘আমাদের কাছে জ্যামাইকা থেকে একটি ফোন এসেছে। আশা করছি তিনি উসাইন বোল্ট নন। এমন সময় অপর প্রান্ত থেকে ভেসে আসে, ‘আমি উসাইন বোল্টই বলছি।’
সবার বিস্ময়ের ঘোর কাটার পর ম্যানচেস্টার ইউনাইটেডকে অভিনন্দন জানান বিশ্বের দ্রুততম মানব। প্রিয় দলের জয়ে নিজের অনূভূতি প্রকাশ করতে গিয়ে বোল্ট বলেন, ‘ভালো একটি জয় তুলে নিয়েছে ম্যান ইউ। এটা দারুণ একটা ম্যাচ ছিল। ম্যাচটা দেখে খুব ভালো লেগেছে আমার।’
নতুন বছরে বোল্টের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বাড়িতেই আছি, তেমন কোনো পরিকল্পনা নেই। আজ কেবল আতশবাজি করেছি।’
ফোন করার বিষয়টি নিজের টুইটার পেজে নিশ্চিতও করেছেন বোল্ট। সেখানে তিনি লিখেছেন, ‘অবশ্যই ম্যান ইউনাইটেডের টিভিতে আমিই কল করেছিলাম।’ বোল্ট ফোন রাখার পর উপস্থাপক হেনরির মুখটা ছিল দেখার মতো!