এগিয়ে যাওয়ার লড়াইয়ে রাতে নামছে বার্সা-রিয়াল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/06/photo-1494069324.jpg)
স্প্যানিশ প্রিমিয়ার লিগে বাকি রয়েছে আর মাত্র কয়েকটি ম্যাচ। লিগ শিরোপাজয়ের হিসাবটা এমন একপর্যায়ে রয়েছে যে, এই অবস্থায় কোনো দল পা হড়কালেই শিরোপাস্বপ্ন জলাঞ্জলি দিতে হবে। রিয়াল মাদ্রিদ ৩৪ ম্যাচ থেকে তুলেছে ৮১ পয়েন্ট। সমানসংখ্যক পয়েন্ট সংগ্রহ করতে গিয়ে বার্সেলোনাকে এক ম্যাচ বেশি খেলতে হয়েছে। আজ এগিয়ে যাওয়ার সুযোগটা থাকছে দুদলের সামনেই। শনিবার রাত পৌনে ১টায় রিয়ালের প্রতিপক্ষ গ্রানাডা। আর রিয়ালের আগে মাঠে নামবে বার্সেলোনা। রাত সাড়ে ১০টায় বার্সার প্রতিপক্ষ ভিয়ারিয়াল।
লিগ টেবিলের ১৯তম অবস্থানে থাকা গ্রানাডাকে হারাতে খুব বেশি বেগ পেতে হবে না রিয়াল মাদ্রিদকে। শেষ তিনটি ম্যাচের মধ্যে রিয়ালের জন্য সমস্যা তৈরি করতে পারে সেল্টা ভিগো ও মালাগা। সেল্টার কাছে এরই মধ্যে হেরেছে রিয়াল। দলটি বার্সেলোনাকেও হারিয়েছে। দারুণ খেলছে মালাগাও। শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে দলটি। তাই রিয়ালকে সমস্যায় ফেলতেই পারে সেল্টা ভিগো। মালাগা ও সেল্টার বিপক্ষে দুটি ম্যাচেই রিয়ালকে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। রিয়াল যদি তাদের বাকি চারটি ম্যাচেই জয় পায় তাহলে শিরোপা জিতবে জিদানের দল। আর এমনটা হলে চার বছর পর আবার লা লিগা শিরোপা ঘরে তুলবেন রোনালদোরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের প্রধান তারকা রোনালদোকে ছাড়াই নামবে মাদ্রিদ। কেইলর নাভাসকেও বিশ্রাম দেওয়া হয়েছে। আর ইনজুরিতে থাকায় এই ম্যাচে খেলা হচ্ছে না গ্যারেথ বেলের।
অন্যদিকে এই মৌসুমে বার্সেলোনা খেলবে তিনটি ম্যাচ। বার্সার প্রতিপক্ষরা আবার খুব একটা কঠিন নয়। আজ ভিয়ারিয়াল, এরপর লাস পালমাস ও এইবারের বিপক্ষে নামবেন মেসিরা। ভিয়ারিয়ালের বিপক্ষে আগের ম্যাচটিতে ড্র করেছিল কাতালান ক্লাবটি। বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না অভিজ্ঞ ইনিয়েস্তা। এ ছাড়া দলে নেই ভিদাল, ম্যাথিউ ও রাফিনহা।