জয় দিয়ে আশা বাঁচিয়ে রেখেছে বার্সেলোনা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/07/photo-1494133295.jpg)
লা লিগার শিরোপা জিততে হলে শেষ কয়েকটি ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বার্সেলোনার। সে লক্ষ্যে একটি ধাপ পেরিয়ে গেছে কাতালানরা। আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের দারুণ নৈপুণ্যে ভিয়ারিয়ালকে হারিয়েছে ৪-১ গোলে। ফলে এখনো লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষেই আছে বার্সেলোনার নাম।
নিজেদের মাঠে ২১ মিনিটের মাথায় বার্সেলোনার প্রথম গোলটি এসেছিল নেইমারের সৌজন্যে। ভিয়ারিয়ালের পেনাল্টি বক্সের মধ্যে মেসির একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়ে এসেছিল নেইমারের কাছে। ফিরতি শটে সেটা জালে পাঠাতে কোনো ভুল করেননি এই ব্রাজিলিয়ান তারকা। ৩২ মিনিটে অবশ্য এই গোল শোধও করে দিয়েছিল ভিয়ারিয়াল। তবে এরপর প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি বার্সা।
৪৫ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছিলেন মেসি। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান লুইস সুয়ারেজও। ৬৯ মিনিটে সার্জিও রবার্তোর পাস থেকে বল পেয়ে গোল করেন এই উরুগুয়ের স্ট্রাইকার। বার্সেলোনার জয়টাও নিশ্চিত হয়ে যায় তখনই। ৮২ মিনিটে ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মেসি। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের শিরোপাজয়ীরা।
লা লিগায় বার্সার এখন বাকি আছে আর মাত্র দুটি ম্যাচ। শিরোপা জয়ের স্বাদ নিতে গেলে এ দুটি ম্যাচেই জিততে হবে লুইস এনরিকের শিষ্যদের। সঙ্গে এটাও প্রার্থনা করতে হবে যেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ নিজেদের বাকি তিনটি ম্যাচের অন্তত একটিতে হোঁচট খায়। বার্সার মতো রিয়ালও অবশ্য গতকাল পেয়েছে দাপুটে জয়। গ্রানাডাকে হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে।
৩৬ ম্যাচ শেষে ৮৪ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্টও ৮৪। তবে তারা বার্সার চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।