‘এমএসএন’ ত্রয়ীর গোলের ‘সেঞ্চুরি’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/07/photo-1494146613.jpg)
লিভারপুল ছেড়ে ২০১৪ সালে লিওনেল মেসি-নেইমারের সঙ্গে যোগ দেন লুইস সুয়ারেজ। এর পর থেকেই তিনজন মিলে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে চলছেন। শুধু তাই নয়, চলমান এ মৌসুমসহ টানা তিন মৌসুম গোলের ‘সেঞ্চুরি’ পূর্ণ করলেন এমএসএন ত্রয়ী।
গতকাল শনিবার রাতে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। আর এ ম্যাচেই বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী গোলের ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছেন। কাতালানদের হয়ে মেসি, সুয়ারেজ ও নেইমার—এ তিনজন মিলে এবার মোট গোল করেছেন ১০২টি।
এর মধ্যে মেসি একাই করেছেন ৫১টি গোল। ক্যারিয়ারের এ নিয়ে পঞ্চমবার এক মৌসুমে ৫০-এর বেশি গোল করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অন্য দুই তারকা সুয়ারেজ ৩৫টি ও নেইমার ১৬টি গোল করেন।
২০১৪-১৫ মৌসুমে তিনজন মিলে ১২২টি গোল করেছিলেন। ২০১৫-১৬ মৌসুমে করেন ১৩১টি গোল।
গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে মেসি জোড়া গোল করেন। নেইমার ও সুয়ারেজ করেন একটি করে গোল। পুরো ম্যাচে খুবই নজর কেড়েছেন নেইমার।
ম্যাচ শেষে বার্সেলোনা কোচ লুইস এনরিকের নেইমারের প্রশংসা করে বলেন, ‘নেইমার অসাধারণ ফুটবল খেলেছে এই ম্যাচে। তাঁর জন্য সে প্রশংসা পেতেই পারে। তাঁর ড্রিবলিংগুলো ছিল বেশ কার্যকর। আমি এককথায় বলব দুর্দান্ত।’
৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্টও ৮৪। তবে তারা বার্সার চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।