মাঠে ফিরতে উন্মুখ তাসকিন

ঠিক এক বছর আগে, গত বছরের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাসকিন আহমেদের। অভিষেকেই চোখ-ধাঁধানো সাফল্য—পাঁচ উইকেট শিকার! ভারত-বধের নায়ক মুস্তাফিজুর রহমানের আগে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অভিষেক ওয়ানডেতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব তাসকিনেরই। অথচ সেই জুনে একটা খারাপ খবর পেলেন এই তরুণ ডানহাতি পেসার। শরীরে বাঁ পাশে ব্যথার কারণে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে পারেননি। সংশয় আছে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়েও। ২০ বছর বয়সী তাসকিন অবশ্য আশাবাদী, চোট কাটিয়ে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামতে পারবেন। urgentPhoto
অল্প সময়ের মধ্যেই তাসকিন হয়ে উঠেছেন বাংলাদেশ বোলিং আক্রমণের অন্যতম ভরসা। তাঁর চোট তাই বাংলাদেশের জন্যও দুশ্চিন্তার কারণ। দলের কথা ভেবেই তাসকিন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতে উন্মুখ, ‘জাতীয় দলের মতো পরিবেশে খেলাধুলা করার পর কেউ এর বাইরে থাকতে চায় না। আমিও চাই না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে না পারলেও চেষ্টা করব ওয়ানডে সিরিজে ফেরার জন্য।’
সে লক্ষ্যে শনিবার থেকেই পরিশ্রম শুরু করবেন বলে জানিয়েছেন তাসকিন। তাঁর বিশ্বাস, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই আবার মাঠে নামতে পারবেন, ‘বিসিবির সব ডাক্তার, জাতীয় দলের ফিজিও বায়েজিদ ভাই সবাই আমার রিপোর্ট দেখেছেন। কীভাবে চলতে হবে, সেই প্রোগ্রাম ঠিক করে দিয়েছেন। শনিবার থেকে রিহ্যাব শুরু করব। চেষ্টা করব দুই সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার। না পারলে খারাপ লাগবে। কিন্তু আমার লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সিরিজেই দলে ঢোকার। কারণ, আমি কিছুতেই বাংলাদেশ দলের বাইরে থাকতে চাই না।’
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৫ জুলাই থেকে। এর পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্টে মুখোমুখি হবে দুই দল।