গোলে সহায়তার নতুন রেকর্ড ফেব্রেগাসের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/09/photo-1494322134.jpg)
গোল করার চেয়ে সতীর্থদের দিয়ে গোল করানোর জন্যই বেশি পরিচিত সেস ফেব্রেগাস। সেটা করাতে করাতে নিজে নতুন এক রেকর্ডই গড়ে ফেলেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি মৌসুমে ১০টির বেশি গোলে সহায়তা করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
প্রিমিয়ার লিগের পাঁচটি মৌসুমে ১০টির বেশি গোলে সহায়তা করার রেকর্ডটি এত দিন ফেব্রেগাস ভাগাভাগি করে নিচ্ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই তারকা ওয়েইন রুনি ও রায়ান গিগসের সঙ্গে। সোমবার মিডলসবরোর বিপক্ষে ম্যাচে নেমানজা ম্যাটিকের গোলে সহায়তা করে রুনি-গিগসকে ছাড়িয়ে গেছেন ফেব্রেগাস। এবারের মৌসুমেও তিনি সহায়তা করেছেন সতীর্থদের ১০টি গোলে। এই কীর্তিটা প্রিমিয়ার লিগের আরো পাঁচটি মৌসুমে করেছেন তিনি।
বার্সেলোনার লা মেসিয়া দিয়ে ফুটবলে হাতেখড়ি হলেও ফেব্রেগাস ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরো সময়ই কাটিয়েছেন ইংল্যান্ডে। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত খেলেছেন আর্সেনালে। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ছেলেবেলার ক্লাব বার্সেলোনায় ফিরে গেলেও আবার থিতু হয়েছেন ইংল্যান্ডে। এবার অবশ্য আর আর্সেনালে ফেরেননি। নাম লিখিয়েছেন চেলসিতে। এখন পর্যন্ত চেলসির নীল জার্সি গায়েই খেলে যাচ্ছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
এবারের মৌসুমে ফেব্রেগাসের দল চেলসি পৌঁছে গেছে শিরোপা জযের দ্বারপ্রান্তে। প্রিমিয়ার লিগের বাকি তিনটি ম্যাচের একটিতে জিতলেই শিরোপা উঠবে চেলসির ট্রফি কেসে।