মোহামেডানের কোচ হয়ে এলেন ভারতীয় নাঈমুদ্দিন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/09/photo-1494325183.jpg)
ঢাকার ফুটবলে বেশ পরিচিত মুখ ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন। ভারতীয় জাতীয় দলের সাবেক এই কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় দলেরও কোচ। তার চেয়ে বেশি পরিচিত তিনি ব্রাদার্স ইউনিয়নের কোচ হিসেবে। বেশ কয়েক মৌসুম ব্রাদার্সের কোচের দায়িত্বে ছিলেন নাঈমুদ্দিন। তাঁর অধীনে ব্রাদার্স ঢাকা প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপাও জিতেছিল। আবার তিনি এসেছেন ঢাকার ফুটবলে, ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কোচ হয়ে।
এরই মধ্যে মোহামেডানের কোচের দায়িত্বও বুঝে নিয়েছেন এই ভারতীয় কোচ। দায়িত্বটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন নাঈমুদ্দিন। মোহামেডানের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে নাঈমুদ্দিন বলেন, ‘বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ক্লাব মোহামেডান। এটা সত্য এখন ক্লাবটির আগের সেই অবস্থা নেই। আমার লক্ষ্য থাকবে দলটির সেই ঐতিহ্য ফিরিয়ে আনা। তাই প্রথম লক্ষ্য হিসেবে আমি নিয়েছি মৌসুমসূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপকে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে কোনোমতে রেলিগেশন এড়িয়েছিল মোহামেডান। ১২ দলের মধ্যে দশম হয়েছিল তারা। এবার তারা ভালো করতে আশাবাদী।
প্রিমিয়ার লিগ থেকে ২০০৬-০৭ মৌসুমে পেশাদার পর্বে ওঠার পর শিরোপার দেখা পায়নি ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ফেডারেশন কাপের গত আসরে গ্রুপ পর্ব পেরুতে পারেনি মোহামেডান। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব থেকেও দলটি বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।
তাই মোহামেডান শেখ রাসেল থেকে দলে টেনেছে দুই ফরোয়ার্ড মিঠুন চৌধুরী ও জাহিদ হাসান এমিলি, চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার তকলিস আহমেদকেও দলে নিয়েছে তারা।
আগামী ১২ মে শুরু হবে ফেডারেশন কাপ। এই টুর্নামেন্ট দিয়ে মোহামেডানের ঐতিহ্য ফেরানোর মিশন শুরুর কথাও জানান এই ভারতীয় কোচ।
মোহামেডান দল : রাসেল মাহমুদ লিটন, মামুন খান, আল আমিন (গোলকিপার), আসাদুজ্জামান বাবলু, মিন্টু শেখ, রেজাউল করিম রেজা, মঞ্জুরুর রহমান, মোহাম্মদ লিঙ্কন, আবদুল বাতেন কমল, শরীফ খান, মোহাম্মদ জামাল, নাসিরুল ইসলাম, সাহেদ হোসেন সাহেদ, আশিক আহমেদ, মোহাম্মদ মনির, আবিদ হোসেন সাইফ, ইবায়েদ হোসেন কমল (ডিফেন্ডার), ফয়সাল মাহমুদ, এনামুল হক শরিফ, শাকিল আহমেদ, ইমরুল হাসান, অনিক হোসেন, স্যামসন ইলিয়াসু (মিডফিল্ডার), মিঠুন চৌধুরী, জাহিদ হাসান এমিলি, তখলিস আহমেদ, বিপুল আহমেদ, এনকোচা কিংসলে (ফরোয়ার্ড)।