ভারতে আসছেন ম্যারাডোনা-রোনালদো
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/12/photo-1494590647.jpg)
আগামী অক্টোবরে ভারতে বসছে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। এই আসর উপলক্ষে ভারতে আসছেন স্পেনের সাবেক অধিনায়ক কার্লোস পুওল। এবার ভারতের ফুটবলপ্রেমীদের জন্য আরো বড় চমক হচ্ছে, এরই মধ্যে ভারতে আসার কথা জানিয়েছেন ফুটবলের বরপুত্র ডিয়েগো ম্যারাডোনা ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের উন্মাদনা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে তারা। এ ব্যাপারে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেল বলেন, ‘আমরা এরই মধ্যে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছি। আমরা রোনালদোর এজেন্টের সঙ্গেও যোগাযোগ করছি। আগামী ৭ জুলাই মুম্বাইতে হবে বিশ্বকাপের ড্র। এই অনুষ্ঠান উপলক্ষে রোনালদোকে আনতে চাই আমরা।’
সম্প্রতি রোনালদো বলেছেন, ‘বিশ্বের বেশ কিছু জায়গায় আমি যেতে চাই। তার মধ্যে ভারতও রয়েছে।’
শুধু তাই নয়, ম্যারাডোনাকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে তারা। অবশ্য এর আগেও ভারতে এসেছিলেন ম্যারাডোনা।