ফেডারেশন কাপে শুভ সূচনা শেখ জামালের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/14/photo-1494778043.jpg)
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে সূচনাটা বেশ ভালোই হয়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। মৌসুম-সূচক এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনে তারা ৩-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে আক্রমণে আক্রমণে কোণঠাসা করে ফেলে শেখ জামাল। দশম মিনিটে গোলও আদায় করে নেয় তারা। অবশ্য পেনাল্টি থেকে গিনির ফরোয়ার্ড মোমোদু বাহের গোলে এগিয়ে যায় তারা।
৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। বদলি ফরোয়ার্ড সোহেল মিয়ার বাড়ানো বল ধরে স্ট্রাইকার নুরুল আবসারের শট পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি শটে লক্ষ্যভেদ করেন আবসার।
ইনজুরি সময়ে আনিসুরের গোলে ব্যবধান ৩-০তে নিয়ে যায় শেখ জামাল। তাই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৪-১৫ মৌসুমের শিরোপা জয়ী দলটি।