মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/20/photo-1495254774.jpg)
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই ফুটবল বিশ্বে বিরাজ করে অন্যরকম রোমাঞ্চ। সেটা প্রতিযোগিতামূলক ম্যাচই হোক বা প্রীতি ম্যাচ। আগামী মাসে তেমনই এক সুযোগ অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। ক্রিকেট ভক্তরাও রোমাঞ্চিত হবেন এটা জেনে যে, লাতিন আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তি খেলতে নামবে একটা ক্রিকেট মাঠে। সেটাও আবার বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামটিতে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড!
আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেসময় সেখানে যাবে আর্জেন্টিনাও। ফলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই ব্রাজিল দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ৯ জুন মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। আার চারদিন পর ব্রাজিল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে আরো একটি আকর্ষণ থাকে মেসি-নেইমারের লড়াই। বার্সেলোনার এই দুই তারকা একে অপরের বিপক্ষে খেলতে নামলে কেমন নৈপুণ্য দেখান, সেটা দেখার জন্যও কৌতুহলী দৃষ্টি থাকে ফুটবলপ্রেমীদের। কিন্তু আফসোসের বিষয়, এবার সেই সুযোগটা থাকছে না। ২০১০ সালের পর এই প্রথম নেইমারকে বিশ্রাম দিয়েছেন ব্রাজিলের কোচ টিটে।
২০১১ সালের কোপা আমেরিকার পর থেকে প্রতি গ্রীষ্মেই গুরুত্বপূর্ণ সব প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে নেইমারকে। এবার তাই তাঁকে বিশ্রাম দিয়েছেন ব্রাজিল কোচ। আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে না ব্রাজিলের আরো কয়েকজন তারকাকে। খেলবেন না মিরান্ডা, মার্সেলো ও দানি আলভেজ। দলে ফিরেছেন ডেভিড লুইস ও গাব্রিয়েল জেসাস।